যারা উচ্চ গতিসম্পন্ন স্মার্টফোন কিনতে চান তাদের জন্য নতুন একটি ফোন নিয়ে এসেছে ভিডিওকন। ভিডিওকন এর প্রথম চতুর্থ জেনারেশন স্মার্টফোন বাজারে নিয়ে এসেছে। নতুন এই স্মার্টফোনের নাম জেড-৫৫ ক্রিপটন। এর ৫ ইঞ্চি এইচডি ডিসপ্লে রয়েছে। এটা ১ গিগাবাইট র্যাম এবং অ্যান্ড্রয়েড ৫.১ (লল্লিপপ) ভার্সন দ্বারা পরিচালিত হবে। এতে ৮ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ আছে। তবে প্রয়োজনে…