স্বচ্ছ লাইসেন্সিং নীতি ও তুলনামূলকভাবে কম প্রতিবন্ধকতার মত ৫টি সূচকের ওপর নির্ভর করে টাওয়ার বাজারের কার্যকারিতা। টাওয়ার বাজারের বৈশ্বিক প্রবণতা শীর্ষক এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এতে বলা হয়েছে, দেশের মোট টাওয়ারের ৫০ শতাংশের বেশি টাওয়ার কোম্পানির আওতায় থাকলে এবং টাওয়ারের তুলনায় ভূমি দেড় গুণ বা এরও বেশি হলে সেই টাওয়ার বাজারই কার্যকর হিসেবে…