আমেরিকার ব্র্যান্ড I LIFE এর নোটবুক ও ল্যাপটপ এখন বাংলাদেশের বাজারে। পাওয়া যাচ্ছে রায়ান্সের শোরুমে। ZEDBOOK 3G ১০.১ ইঞ্চির আইপিএস ডিসপ্লের এই টু ইন ওয়ান ল্যাপটপটি ট্যাবলেট হিসেবেও ব্যবহার করা যায়। এর কিবোর্ডটি ডিসপ্লে থেকে খুলে ফেললেই এটি একটি ট্যাবলেটে পরিণত হয়। ডুয়েল অপারেটিং সিস্টেম সম্বলিত ( জেনুইন উইন্ডোজ ১০ এবং এন্ড্রয়েড ৫.১)। এই জেডবুকে রয়েছে সিম স্লট। এর সাহায্যে থ্রি জি কল করাও সম্ভব। এতে ব্যবহৃত হয়েছে ইন্টেল কোয়ার্ড কোর প্রসেসর। সাথে থাকছে ২ জিবি র্্যাম এবং ৩২ জিবি ইন্টার্নাল মেমরি। এই মেমোরি ৬৪ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। আরও থাকছে ২ মেগা পিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এবং ৫ মেগা পিক্সেলের রিয়ার ক্যামেরা। এতে আরো থাকছে অফিস ৩৬৫ সহ পাচ্ছেন ১ টেরাবাইট অনলাইন। ১ বছরের ওয়ারেন্টি সহ দাম পড়বে ২২,৫০০ টাকা। কালো এবং সিলভার এই দুই রঙে পাওয়া যাচ্ছে। যোগাযোগ – ০১৭৫৫৬৬২১২১