বাংলাদেশের জনপ্রিয় সংগীত শিল্পী বেসবাবা সুমনের প্রথম একক ইস্ট্রুমেন্টাল বেস অ্যালবাম ‘সোল ফুড-পার্ট ১’ এখন পাওয়া যাচ্ছে GAAN মিউজিক স্ট্রিমিং অ্যাপ-এ । ৩১ অক্টোবর, ২০১৬ সোমবার অ্যালবামটি শ্রোতাদের জন্য প্রকাশ করা হয়। ‘সোল ফুড-পার্ট ১’ অ্যালবামটির গানগুলো বাংলাদেশসহ সারা বিশ্বের শ্রোতার GAAN-এর মাধ্যমে উপভোগ করতে পারবেন। এছাড়াও এটি দেশীয় ও আন্তর্জাতিক শ্রোতাদের জন্য অন্য সকল ডিজিটাল মিউজিক প্লাটফর্মসমূহে পাওয়া যাচ্ছে।
‘সোল ফুড-পার্ট ১’ অ্যালবামের পাঁচটি গান লিখেছেন এবং প্রযোজনা করেছেন বেসবাবা সুমন। এর দ্বিতীয় অংশটি প্রকাশ হবে ২০১৭ সালের জানুয়ারিতে শীতকালীন ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব মিউজিক মারর্চেন্ট-এ (এনএএমএম) এবং এতে অন্যান্য জনপ্রিয় সংগীত শিল্পীরাও থাকবেন। আয়োজকরা এনএএমএম উৎসবকে যুক্তরাষ্ট্রের সংগীত শিল্পের সবেচেয়ে বড় ‘উৎসব’ হিসেবে উল্লেখ করেছে। এটি প্রতি বছরের জানুয়ারিতে ক্যালিফোর্নিয়ার অ্যানহেইম-এ অনুষ্ঠিত হয় যেখানে বেসবাবা সুমন গত দুই বছর ধরে অংশগ্রহণ করছেন।