স্মার্টফোন ও ট্যাব এক্সপো ২০১৯-এ আগত দর্শনার্থীদের জন্য আকর্ষণীয় উপহার পাওয়ার সুযোগ করে দিয়েছে বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা ‘নগদ’।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) চলমান এ মেলা প্রতিদিনি সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত।
এবারের মেলায় নগদ-এর মাধ্যমে পেমেন্ট করে স্যামসাং মোবাইল ক্রয়ের ক্ষেত্রে ক্রেতারা অতিরিক্ত ১০% ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন। এক্সপোতে স্যামসাংয়ের দেওয়া অন্যান্য সব ডিসকাউন্টের পরও নগদ-এর এই ক্যাশব্যাক সেবা উপভোগ করা যাবে। নগদ ক্যাশব্যাকের বিস্তারিত স্যামসাং-এর প্যাভিলিয়নে পাওয়া যাবে।
যাদের নগদ অ্যাকাউন্ট নেই তারা এক্সপোতে স্যামসাং-এর প্যাভিলিয়নে অবস্থিত নগদ-এর প্রতিনিধিদের সাহায্যে নিবন্ধন করতে পারবেন। নিবন্ধন করার জন্য আগ্রহীদেরকে জাতীয় পরিচয়পত্র নিয়ে আসতে হবে।