হুয়াওয়েরে স্মার্টফোন কিনে মোটরবাইক পেলেন ৫ জন

হুয়াওয়ের বিভিন্ন মডেলের স্মার্টফোন কিনে সারাদেশ মোটরবাইক পেয়েছেন ভাগ্যবান পাঁচজন । রমজান মাসব্যাপী ‘হুয়াওয়ের ছন্দে, ঈদ হোক আনন্দে’ ক্যাম্পেইনের অংশ হিসেবে পাঁচজনকে মোটরবাইক দিয়েছে হুয়াওয়ে কর্তৃপক্ষ।

চলতি মাসের ১২ ও ১৩ জুন রাজধানীর বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক, টোকিও স্কয়ার, নর্থ টাওয়ার এবং চট্টগ্রামের সানমার ওশান সিটিতে বিজয়ীদের হাতে মোটরসাইকেলের চাবি তুলে দেওয়া হয়। এ ক্যাম্পেইনের আওতায় মোটরবাইক পেয়েছেন আশফাক উদ্দিন সেজান, সানি সরকার, রাফিউল আলম, আশরাফ আলী ও আসাদুজ্জামান শিকদার।

৬ মে থেকে চালু হওয়া বিশেষ এই ঈদ অফার চলে ১০ জুন পর্যন্ত। এ ক্যাম্পেইনের অধীনে গ্রাহক স্মার্টফোন কিনে প্রতি সপ্তাহে থাইল্যান্ড ভ্রমণের সুযোগ ও একটি করে মোটরবাইক এবং প্রতিদিন একটি করে আকর্ষণীয় হুয়াওয়ে হ্যান্ডসেট জিতে নেন। এছাড়া হুয়াওয়ের স্মার্টফোন ও ট্যাব কিনে সর্বোচ্চ ১০ হাজার টাকা ক্যাশব্যাক, মূল্য হ্রাস, ফ্রি গিফটসহ নানা ধামাকা অফারও উপভোগ করেন গ্রাহকরা।

Share This:

*

*