বাজারে অরোস মনিটর

গেমিং ফিল্ডে প্রথমে মাদারবোর্ড আর জিপিউ দিয়ে শুরু করে ধীরে ধীরে কিবোর্ড মাউসের মত এক্সেসরিজ রিলিজ করার পর এবার গিগাবাইট নিয়ে এল তাদের  অরোস  গেমিং মনিটর। গেম খেলার জন্য কিছু আলাদা ফিচার থাকা প্রয়োজন আর তার সবই রয়েছে এই গেমিং মনিটরে।

এই মনিটরটি ২৭ ইঞ্চি আর রেজুলেশন ২৫৬০ X ১৪৪০ পিক্সেল  অর্থাৎ এটি একটি 2k মনিটর। এলইডি মনিটরটিতে ব্যবহার করা হয়েছে আইপিএস প্যানেল যাতে অ্যান্টি গ্লের থাকায় আলো পড়লে তা কাচেঁর মত ব্যবহার করবে না। ।

মনিটরটির বিল্ড কোয়ালিটি যথেষ্ট শক্তপোক্ত ও প্রিমিয়াম লেভেলের। মনিটরটির স্ক্রিন আপনি ইচ্ছে করলেই বাকাঁতে(১৮০ ডিগ্রী) পারবেন। এতে রয়েছে দুটি ইউএসবি (৩.০), দুটি এইচডিএমআই, একটি ডিসপ্লে পোর্ট ও হেডফোন জ্যাক। আর রয়েছে তিন বছরের ওয়ারেন্টি।

Share This:

*

*