আসছে ডিজিটাল ডাকঘর

বাংলাদেশ ডাক অধিদপ্তর কে  ডিজিটাল  ডাকঘরে রূপান্তরের অংশ হিসেবে  মেইলপ্রসেসিং ও লজিস্টিক সার্ভিস সেন্টার  নির্মিত হচ্ছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী  মোস্তাফা জব্বার  এই কর্মসূচির অংশ হিসেবে  ঢাকায় তেজগাঁওয়ে ডাক অধিদপ্তরের মেইল প্রসেসিং সেন্টারে ১৪ টি মেইল প্রসেসিং ও লজিস্টিক সেন্টার সার্ভিসের নির্মাণ কাজের  ফলক উন্মোচন করেন।ডাক অধিদপ্তরের মহাপরিচালক সুশান্ত কুমার মন্ডলসহ  ডাক অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। মেইল প্রসেসিং  সেন্টারসমূহ নির্মিত হলে দ্রুত ও নিরাপদভাবে ডাক বাছাই করা সম্ভব হবে।  এর ফলে দেশের শহর ও পল্লী অঞ্চলে দ্রুত ডাকসেবা পৌঁছানো যাবে।নির্মিতব্য প্রসেসিং সেন্টারগুলো  হচ্ছে   তেজগাঁও, ঢাকা,চট্টগ্রাম, গোপালগঞ্জ, ঈশ্বরদী,পাবনা, রাজশাহী, খুলনা, হবিগঞ্জ, দিনাজপুর রংপুর, কুষ্টিয়া কুষ্টিয়া,যশোর, বরিশাল নোয়াখালী এবং ময়মনসিংহ।

Share This:

*

*