বোস এর ইলেকট্রনিকস পণ্য এখন দেশের অন্যতম ই-কমার্স সাইট রবিশপ থেকে কেনার সুযোগ পাবেন গ্রাহকরা। সম্প্রতি বাংলাদেশে বোস কর্পোরেশন ইউএসএ’র একমাত্র পরিবেশক গ্রাফিকস ইনফরমেশন সিস্টেমস লিমিটেড এবং রবিশপ’র মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়।
চুক্তি অনুযায়ী, ২০১৯ সালের শেষ পর্যন্ত বোস’র পণ্যগুলো শুধু রবিশপে পাওয়া যাবে। রবি’র আইওটি অ্যান্ড প্রোডাক্ট ইনোভেশন’র ভাইস প্রেসিডেন্ট মো. শওকত কাদের চৌধুরী ও গ্রাফিকস ইনফরমেশন সিস্টেম লিমিটেড’র ডিরেক্টর সৈয়দ ফেরদৌস আলম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি সই করেন।
এসময় রবি ডিজিটাল সার্ভিসেস’র হেড অব সোর্সিং অ্যান্ড পার্টনার ম্যানেজমেন্ট আদনান ফিরোজসহ উভয় কোম্পানির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শুধু বোসে’র পণ্যই নয়, অনলাইন শপিংয়ের ক্ষেত্রে প্রযুক্তিপ্রেমীদের অন্যতম পছন্দের সাইট রবিশপ।