বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে এইচপি ল্যাপটপে নিশ্চিত উপহার ঘোষণা করেছে দেশের আইটি প্রতিষ্ঠান স্টারটেক ও এইচপি। সপ্তাহ ব্যাপী চলা ‘এইচপি-স্টারটেক বিজয় মেলা’ শীর্ষক আয়োজনে স্টারটেকের যেকোনো শাখা বা অনলাইন শপ থেকে বিশ্বখ্যাত এইচপি ল্যাপটপের যে কোনো মডেল কিনলেই উপহার হিসেবে উইন্টার জ্যাকেটসহ সর্বোচ্চ আরও তিনটি আকর্ষণীয় উপহার পাবেন ক্রেতা। এ অফারের আওতায় যে কোনো কোর আই সেভেন মডেলের ল্যাপটপ কিনলেই থাকবে আকর্ষণীয় উইন্টার জ্যাকেট, কার্ড পেনড্রাইভ, ওয়্যারলেস মাউস এবং ল্যাপটপ ক্লিনার অথবা একটি আকর্ষণীয় ব্লুটুথ স্পিকার। কোর আই ফাইভ ল্যাপটপের সঙ্গে উপহার থাকবে আকর্ষণীয় উইন্টার জ্যাকেট, কার্ড পেনড্রাইভ, ওয়্যারলেস মাউস এবং ল্যাপটপ ক্লিনার। এছাড়া এইচপির কোর আই থ্রি ল্যাপটপ কিনলে পাবেন উইন্টার জ্যাকেট ও কার্ড পেনড্রাইভ। স্বল্প বাজেটের এমডি বা পেন্টিয়াম সিরিজের এইচপির ল্যাপটপের সঙ্গে থাকবে উইন্টার জ্যাকেট, ল্যাপটপ ক্লিনার উপহার। চাইলে কোনো বাড়তি অর্থ প্রদান ছাড়াই ইএমআই সুবিধায় কিস্তিতে ল্যাপটপ কেনা যাবে। অফার চলবে আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত। অনলাইন থেকে বিস্তারিত জানার পাশাপাশি কেনাও যাবে https://bit.ly/2BDcckw ঠিকানায় । যোগাযোগ : ০৯৬১৪২২২৩৩৩।
স্টারটেক থেকে এইচপি ল্যাপটপ কিনলেই নিশ্চিত উপহার
