বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব) বিভিন্ন মোবাইল অপারেটরের ৪২ হাজার ১৫০ টি সিম ও প্রায় ১ কোটি ২৩ লাখেরও বেশি টাকার অবৈধ ভিওআইপি সরঞ্জাম জব্দ করেছে ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন আবাসিক এলাকায় অভিযান চালিয়ে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অপরাধে ২৪ ব্যক্তিকে আটক করা হয়েছে। ১৪ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। আজ এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে বিটিআরসির চেয়ারম্যান মো. জহুরুল হক জানান, র্যাবের সহযোগিতায় ঢাকার ধানমন্ডি, তেজগাঁও, কদমতলী, সিদ্ধিরগঞ্জ, পল্লবী ও মিরপুর এবং চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী, পাঁচলাইশ, বাকলিয়া, চকবাজার, চান্দগাঁও, সদরঘাট ও হালিশহর এলাকায় অভিযান চালিয়ে অবৈধ ভিওআইপি সামগ্রী উদ্ধার করা হয়। অভিযানে যেসব অবৈধ যন্ত্রপাতি ও সরঞ্জামাদি জব্দ করা হয়েছে এর মাধ্যমে দেশের বাৎসরিক ৮৬৭ কোটি টাকার রাজস্ব ক্ষতি হতো। তিনি আরো জানান, অভিযানে মোবাইল অপারেটর রবির ১৬ হাজর ৮১২টি, টেলিটকের ১৫ হাজার ৯৩৯টি ,বাংলালিংকের ৬ হাজার ১৭ টি, গ্রামীণফোনের ৩ হাজার ২২৩টি সিমসহ ৪২ হাজার ১৫০টি সিম জব্দ করা হয়। এছাড়া, অবৈধ ভিওআইপি কাজে ব্যবহৃত বিভিন্ন ধরণের সিম পোর্ট বিশিষ্ট সর্বমোট ১৪৮টি জিএসএম (সিমবক্স) গেটওয়ে, ২৬৭৭ টি মডেম ও অন্যান্য আনুষঙ্গিক মালামাল জব্দ করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অপরাধে ২৪ ব্যক্তিকে আটক করা হয়েছে। এদের বিরুদ্ধে ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন থানায় মামলা দায়ের করা হয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, অবৈধ ভিওআইপির বিরুদ্ধে বিটিআরসি চলমান অভিযানের অংশ হিসেবে ঢাকা ও চট্টগ্রামে এই অভিযানগুলো পরিচালনা করা হয়।