মাদারবোর্ড ও গ্রাফিক্স কার্ড নির্মাতা গিগাবাইট বাজারে নিয়ে এল তাদের নতুন এসএসডি গিগাবাইট এম. ২ পিসিআই ই ১২৮ জিবি।
এর মাধ্যমে গিগাবাইট বর্তমানে পিসির জন্য সব হার্ডওয়্যার তৈরীর ক্ষেত্রে আরো একধাপ এগিয়ে গেল। এটি ১১০০ মেগাবাইট সেকেন্ডে রিড করতে সক্ষম ও ৫০০ মেগাবাইট পার সেকেন্ডে রাইট করার ক্ষমতাও রাখে। এর নতুন ফিচারের মধ্যে রযেছে হোস্ট মেমরি বাফার (HMB), যা পিসিআই এক্সপ্রেসকে এসএসডিগুলি পিসি সিস্টেমে কিছু ডির্যাম (ডাইরেক্ট মেমরি অ্যাক্সেস) ব্যবহার করার অনুমতি দেয়, আগে যার জন্য নিজস্ব ডির্যাম আনতে এসএসডি প্রয়োজন হত ।
গিগাবাইট এম.২ পিসিআই এসএসডি 2.5 সাটা এসএসডি তুলনায় দ্রুত তথ্য স্থানান্তর করতে পারে।এতে রয়েছে ৩ বছরের ওয়ারেন্টি।