এইচপির ইঙ্ক ট্যাঙ্ক ‘ওয়্যারলেস’ প্রিন্টার

দেশের বাজারে যুক্তরাষ্ট্রের হিলেট প্যাকার্ড(এইচপি)র ইঙ্কট্যাংক সিরিজের ৪১৫ মডেলের প্রিন্টার নিয়ে এসেছে স্থানীয় পরিবেশক ইউনিক বিজনেস সিস্টেমস। অফিসের জন্য উপযোগী এই ওয়্যারলেস প্রিন্টারে রয়েছে তারবিহীন প্রিন্ট করার সুবিধা।পাশাপাশি রয়েছে বিশেষভাবে নকশাকরা ইঙ্ক বোতল ফলে সহজেই করা যাবে রিফিল।

প্রিন্টারে নতুন বোতল যুক্ত করার আগে এটার মাধ্যমে ৮০০০ রঙিন ডকুমেন্ট এবং ৬০০০ কালো প্রিন্ট দেযা যাবে বলে জানানো হয় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে। এইচপি স্মার্ট অ্যাপের মাধ্যমে মোবাইলের মাধ্যমেই প্রিন্টের নির্দেশ পাঠানো যাবে প্রিন্টারে। বিস্তারিত ০১৯৯২-০৭৯৮২৫।

Share This:

*

*