পাওয়ার স্ট্রিপ হওয়া চাই মানসম্পন্ন

ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহারের ক্ষেত্রে পাওয়ার স্ট্রিপের প্রয়োজনীয়তা অপরিহার্য। বাজারে রয়েছে একাধিক পাওয়ার স্ট্রিপ। এই পাওয়ার স্ট্রিপ বাছাই হতে হবে যথাযথ। না হলে নষ্ট হতে পারে  মূল্যবান ইলেকট্রনিক্স ডিভাইস।

তাই এই অনিশ্চয়তার হাত থেকে বাঁচাতে গ্লোবালব্র্যান্ড বাজারে নিয়ে এলো হান্টকি পাওয়ার স্ট্রিপ-এসজেডএন৫০৭। এই পাওয়ার স্ট্রিপে রয়েছে উচ্চমানের আগুন প্রতিরোধ করার ক্ষমতা। এছাড়াও এই স্ট্রিপে রয়েছে ডাবল ব্রেক নিরাপত্তা সুইচ ও ১০০% কপার বার। এতে আরও রয়েছে ৪টি ইউনির্ভাসেল সকেট ও ২টি ইউএসবি পোর্ট। এবং এই পাওয়ার স্ট্রিপটি এমনভাবে ডিজাইন করা যা শিশুদের ব্যবহারে ঝুকিহীন। দাম ১১০০ টাকা। ৩ বছরের ওয়রেন্টি সহ এই পাওয়ার স্ট্রিপগুলো পাওয়া যাচ্ছে গ্লোবালব্র্যান্ড এর যে কোন শাখায় অথবা অনুমোদিত ডিলার হাউজে।

Share This:

*

*