বাজারে অরোস এর নতুন পাওয়ার সাপ্লাই

বিশ্ববিখ্যাত মাদারবোর্ড ও গ্রাফিক্স কার্ড নির্মাতা গিগাবাইট বাজারে নিয়ে এসেছে নিজেদের নতুন পাওয়ার সাপ্লাই।  পিএসইউটি মডুলার পিএসইউ । এছাড়াও এতে ডিট্যাচ্যাবল ক্যাবলের সুবিধাও রয়েছে। এর ক্যাবলগুলো খুব শক্ত তায় অতিসহজে ছিড়ে যাওয়ার সম্ভাবনাও নেই। এতে করে  পিসি বিল্ডিং অনেকটাই সহজ হয়ে যায়। GIGABYTE P850B PSU তে জাপানী ক্যাপাসিটর হিসেবে ব্যবহৃত হয়েছে  যা প্রোডাক্টের দীর্ঘস্থায়ীত্ব নিশ্চিত করবে।

পাওয়ার সাপ্লাইতে ২ বছরের ওয়ারেন্টি দিচ্ছে গিগাাবাইট। PSU টির অন্যতম বৈশিষ্ট্য হলো এটি Fully Modular Design। PSU এর তারগুলো আপনি চাইলে আপনার মন মত ব্যবহার করতে পারবেন এতে ক্যাবল ম্যানেজমেন্ট করতে সুবিধা হবে। Simple এবং easy কনফিগারেশন, ভাল বিল্ড কোয়ালিটি 80 PLUS Gold certified। Power Supply টি স্মার্ট টেকনোলজি দেশের বাজারে নিয়ে এসেছে এবং এর বাজারমূল্য ধরা হয়েছে ১২,০০০ টাকা।

Share This:

*

*