দেশের শীর্ষস্থানীয় ১০টি ই- কমার্স প্রতিষ্ঠান সম্মিলিতভাবে আয়োজন করতে যাচ্ছে এ পর্যন্ত আয়োজন হওয়া সবচেয়ে বড় অনলাইন শপিং উৎসব। “১০-১০” শিরোনামে অনুষ্ঠিত হবে এই উৎসব শুরু হবে ১ অক্টোবর এবং শেষহবে ১০ অক্টোবর। শপিং ফেস্টিভ্যাল উপলক্ষে গতকাল এক সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। ১০ দিন ব্যাপী এই শপিং উৎসবে প্রতিষ্ঠানগুলো ক্রেতাদের জন্য নিয়ে আসছে নানা ধরণের আকর্ষণীয় অফার। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে –
· ১০ দিনে সারাদেশে যেকোনো প্রোডাক্ট অর্ডারের ক্ষেত্রে ফ্রি ডেলিভারি
· বিভিন্ন প্রোডাক্টে ৫০-৭০% পর্যন্ত ছাড়
· মোবাইল পেমেন্টের মাধ্যমে কিনলে ১০-২০% ক্যাশব্যাক
এছাড়াও এই সময়ে যারা এই ১০টি ই-কমার্স সাইট থেকে এই ১০ দিনের মধ্যে অর্ডার দিবে, তাদের মধ্যে থেকে লটারির মাধ্যমে ১০০ জনকে বাছাই করে বিশেষ গিফট দেওয়া হবে। প্রথম পুরস্কার – থাইল্যান্ড রিটার্ন ভিসিট।দ্বিতীয় পুরস্কার-টিভি, তৃতীয় পুরস্কার – স্মার্টফোন । ১০ দিনে সব মিলিয়ে ১ কোটি টাকা মূল্যমানের ছাড়, ক্যাশব্যাক ও গিফট দেওয়া হবে । সংবাদ সম্মেলনে ছিলেন আয়োজক প্রতিষ্ঠানগুলোর শীর্ষ কর্তারা । আয়োজকদের পক্ষ বক্তব্য ও সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন আজকেরডিলের প্রধান ফাহিম মাশরুর ও প্রিয়শপের প্রধান আশিকুল আলম খান । তারা জানান যে অনলাইন শপিং সম্পর্কে সর্বসাধারণকে আরো সচেতন করার উদ্দেশ্য নিয়েই এই আয়োজন ।
এখন থেকে প্রতিবছর ১-১০ অক্টোবর এই অনলাইন শপিং উৎসব আয়োজন করা হবে । ‘১০-১০’ শপিং ফেস্টিভেলের পার্টনার ও পৃষ্টপোষকতা করছে ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর সংগঠন ই-ক্যাব, মাস্টারকার্ড ও এসএসএল কমার্জ ।