৫ মিনিট চার্জে কথা বলুন ২ ঘন্টা

অপোর ভিওওসি(ভোক) চার্জিং সুবিধার এফ সিরিজের সর্বেশেষ আকর্ষণ অপো এফ৯ উন্মোচিত হল।   আজ ঢাকার স্থানীয় এক হোটেলে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন এই সেলেফোনটির উন্মোচন করা হয়। নতুন এই চাজিং সুবিধা থাকার ফরে মাত্র ৫ মিনিটের চার্জে ২ ঘন্টা পর্যন্ত কথা বলা সম্ভব।  এই চার্জিং সুবিধায় ফোনের তাপমাত্রারও কোন পরিবর্তন হয় না এবং চার্জিংয়ের সময় অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহের সুরক্ষায় রয়েছে পাঁচ স্তরের নিরাপত্তা বলয়।  সেটটিতে রয়েছে ৬.৩ ইঞ্চি ‘ওয়াটারড্রপ স্ক্রিন’ ডিজাইন, ৯০.৮% উচ্চ অনুপাতের স্ক্রিন, ৩৫০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারী ও অসাধারন সব সেলফি ফাংশন।  নচ ডিসপ্লের সেটটিতে রয়েছে ২৫ মেগাপিক্সেলের ফন্ট ক্যামেরা।

অনুষ্ঠানে বাংলাদেশে এফ৯ নিয়ে আসা প্রসঙ্গে অপো বাংলাদেশ-এর ম্যানেজিং ডিরেক্টর ড্যামন ইয়াং বলেন, বাংলাদেশের বাজারে এফ৯, অপো পরিবারের সেরা স্মার্টফোন সংস্করণ হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস এবং আশা করছি, আমাদের সম্মানিত গ্রাহকরা স্মার্টফোন ব্যবহারের সেরা অভিজ্ঞতা অর্জন করবেন।” সেটটির রয়েছে দুটি ভার্সন ।  ৪ জিবি ও ৬ জিবি র‌্যাম ভার্সনের দাম যথাক্রমে  ২৮ হাজার ৯৯০ টাকা ও ৩১ হাজার ৯৯০ টাকা।  দুটি ভাসর্নেই রয়েছে ৬৪ জিবি রম।

Share This:

*

*