আসুস আরওজি স্ট্রিক্স মাদারবোর্ড

মাদারবোর্ডের উপর কম্পিউটারের পারফরম্যান্স অনেকাংশেই নির্ভর করে। কম্পিউটারের পারফরম্যান্স ও গ্রাহকদের চাহিদার দিকে লক্ষ রেখে আসুসের আরওজি স্ট্রিক্স বি৩৬০-আই  সিরিজের মাদারবোর্ড নিয়ে এসেছে আসুস বাংলাদেশের একমাত্র পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড। অষ্টম প্রজন্মের এই অত্যাধুনিক মাদারবোর্ডটিতে রয়েছে ডিডিআর৪ ২৬৬৬ এমএইচজেড ও ২টি র‌্যাম যা ৩২জিবি পর্যন্ত সাপোর্ট দিবে।

এছাড়াও রয়েছে ওয়াইফাই এর সুবিধা যার ফলে বর্তমানে এই মাদারবোর্ড সকল গ্রাহকদের নজর কেড়েছে। মাদারবোর্ডটিতে আরও রয়েছে অওরা আরজিবি লাইটিং ইফেক্ট এবং ডিস্প্লে ও এইচডিএমআই পোর্ট। আসুস আরওজি স্ট্রিক্স বি৩৬০-আই মাদারবোর্ডটির মূল্য মাত্র ১৪,৩০০ টাকা এবং সাথে পাচ্ছেন ৩ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। বিস্তারিত : ০১৯১৬৯৩৩১৯৫, ০১৯৭৭৪৭৩৩০০।

Share This:

*

*