লন্ঠন স্পীকার

স্মার্ট টেকনোলজিস (বিডি) লিঃ বাজারে নিয়ে এসেছে মাইক্রোল্যাব ব্রান্ডের লাইটহাউজ পোর্টেবল ব্লুটুথ স্পীকার। ৪.২ ব্লুটুথ প্রযুক্তি সম্পন্ন এই স্পীকারে রয়েছে ৩ ওয়াট বৈদ্যুতিক আউটপুট পাওয়ার। স্পীকারটির ফ্রিকোয়েন্সি ১৮০ হার্জ-২০ কিলোহার্জ এবং সিগনাল নয়েজ রেশিও ৭০ ডিবি এর বেশি। পোর্টেবল এই মাল্টিফাংশনাল স্পীকারটিতে থাকছে ৫০০০ মিলিএম্পায়ার ক্ষমতাসম্পন্ন ব্যাটারি। মাত্র ২ ঘন্টা চার্জ দিয়েই ১০ ঘন্টা পর্যন্ত একটানা চালানো যাবে স্পীকারটি। ইউএসবি পোর্ট থাকায় এই পেনড্রাইভ ব্যবহার করে গান শুনা যাবে স্পীকারটিতে। লন্ঠনের আদলে তৈরি এই স্পীকারটিতে আলো কমবেশি করে ঘরকে বিভিন্ন রঙে সাজানো সম্ভব। তাছাড়াও আলোর ভিন্নতার সাথে সাথে ভিন্ন ভিন্ন মুডে গান শোনাও সম্ভব এই স্পীকার দিয়ে। নান্দনিকতায় ভরা সম্পূর্ন পানি নিরোধক এই স্পীকারটির খুচরা মূল্য ৫৫০০ টাকা। বিস্তারিতঃ ০১৭৯৯৯৮৬৮৩৫।

Share This:

*

*