বিশ্ব স্বাস্থ্য দিবসের প্রচারণার অনুদান বিতরণ করল টনিক ও ব্র্যাক

সম্প্রতি, বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে অনুষ্ঠিত প্রচারণায় প্রাপ্ত অনুদান বিতরণ করল টেলিনর হেলথের ডিজিটাল স্বাস্থ্যসেবাদাতা প্রতিষ্ঠান টনিক ও ব্র্যাক। মিরপুরের পল্লবীর সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে এ অনুদান বিতরণ করা হয়েছে।

বিশ্ব স্বাস্থ্যদিবস উপলক্ষে গত ৫ এপ্রিল থেকে ৭ এপ্রিল পর্যন্ত টনিকের একটি বিশেষ ট্রাক পুরো ঢাকাজুড়ে ঘুরে পথচারীদের আমন্ত্রণ জানায় ট্রাকে থাকা ট্রেডমিলে দৌড়ানোর জন্য। ট্রেডমিলে প্রত্যেক পথচারীর তিন মিনিটের দৌড়ানোর জন্য সুবিধাবঞ্চিতদের বিনামূল্যে তিন মাসের টনিক আশা প্যাকেজ দেয়ার কথা ব্যক্ত করে টনিক। টনিকের দেয়া বিনামূল্যে এ প্যাকেজের মাধ্যমে সুবিধাবঞ্চিতরা বিভিন্ন পার্টনার হাসপাতালে চিকিৎসা ব্যয় কাভারেজ সহ অন্যান্য সুবিধা পাবেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেলিনর হেলথের বিক্রয় প্রধান তৌহিদুল আলম, বিপণন ব্যবস্থাপক সেজামী খলিল, চ্যানেল ডেভলপমেন্ট লিড শিউলী আক্তার এবং ব্র্যাকের ব্রাঞ্চ ম্যানেজার মো. মকবুল হোসেন ভূঞা।

Share This:

*

*