ওয়াই সিরিজের নতুন ফ্ল্যাগশিপ ফোন আনছে হুয়াওয়ে

দেশের বাজারে ওয়াই সিরিজের ফ্ল্যাগশিপ মডেল ওয়াই ৯ (২০১৮) আনতে যাচ্ছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে। হুয়াওয়ের নতুন এ স্মার্টফোনটিতেও থাকছে হুয়াওয়ে ফুল ভিউ ডিসপ্লে। তরুণ প্রজন্মের চাহিদার কথা বিবেচনা করে এবং বাজারে থাকা ওয়াই সিরিজের সাশ্রয়ী মূল্যের স্মার্টফোনগুলোর সাথে প্রতিযোগিতা করতেই হুয়াওয়ে নতুন এ ফোনটি বাজারে আনছে। ধারণা করা হচ্ছে, একই বাজেটের অন্যান্য ফোনগুলোর চেয়ে হুয়াওয়ের এ ফোনটিতে সুযোগ সুবিধা বেশি থাকবে।

ফোনটিতে হালনাগাদ অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ওরিও ব্যবহার করা হয়েছে বলে জানা গিয়েছে। ৫.৯৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে যার রেজ্যুলেশন ১০৮০X ২১৬০ পিক্সেল। ফোনটির সামনে এবং পেছনে দুটি করে মোট চারটি ক্যামেরা থাকছে। হুয়াওয়ের অন্যান্য মডেলের ফোনগুলোর তুলনায় এ ফোনটির ব্যাজেল অনেকাংশে কমানো হয়েছে। ধারণা করা হচ্ছে ব্যাজেললেস ফোনের ব্যাপারে হুয়াওয়ে দৃঢ়-প্রতিজ্ঞ। প্রথমবারের মতো হুয়াওয়ের নতুন স্মার্টফোনে দুটি সিম ব্যবহারের পাশাপাশি মাইক্রোএসডি কার্ডও ব্যবহার করা যাবে বলে জানা গিয়েছে। সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে হ্যান্ডসেটটিতে ব্যবহার করা হয়েছে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি যা দীর্ঘ সময় স্মার্টফোনের ব্যবহার নিশ্চিৎ করবে।

উল্লেখ্য, চমকপ্রদ অফারসহ হুয়াওয়ে ওয়াই ৯ (২০১৮) অতি শীঘ্রই দেশের বাজারে উন্মোচন করা হবে বলে জানিয়েছে হুয়াওয়ে কনজ্যুমার বিজনেস গ্রুপ (বাংলাদেশ)-এর উর্ধ্বতন কর্মকর্তারা।

Share This:

*

*