বাজারে টোটোলিংক এন ৬০০ আর রাউটার

টোটোলিংক বাজারে নিয়ে এলো উন্নত প্রযুক্তি ও আকর্ষণীয় ফিচার সমৃদ্ধ নতুন এন ৬০০ আর মডেলের রাউটার। ৬০০এমবিপিএস ওয়্যারলেস এন স্পীড সম্পন্ন রাউটারটি দিবে স্ট্যাবল ওয়্যারলেস পারফমেন্স।

নতুন এই রাউটারে র্টাবো সুইচ দ্বারা অতি সহজেই ওয়াইফাই বুস্ট করা যায়। এতে আরও রয়েছে ইজি সেট-আপ এবং কিউওএস সহ অসাধারণ ব্যান্ডউইথ কন্ট্রোল সিস্টেম।এক্সেস কন্ট্রোল এর জন্য রয়েছে মাল্টিপল ওয়্যারলেস কন্ট্রোল সিস্টেম। এছাড়াও আছে ৪*১০/১০০ এমবিপিএস ল্যান পোর্ট ও ১*১০/১০০ এমবিপিএস ওয়্যান পোর্ট ইন্টারফেস, ৪*৫ডিবিআই ফিক্সড এ্যান্টিনা, এ্যাডাপ্টর সিকিউরিটি এবং প্যারেন্টাল কন্ট্রোল। দারূণ সব সুবিধা সমৃদ্ধ রাউটারটির মূল্য ৩২০০ টাকা।

পণ্যটি কিনতে বা যেকোন তথ্য জানতে যোগাযোগ করুন গ্লোবাল ব্র্যঅন্ড প্রাঃ লিঃ এর যেকোন শাখায় অথবা ফোন করুন ০১৯৭৭৪৭৬৫৪৬ নম্বরে।

Share This:

*

*