দেশে চতুর্থ প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক ফোরজি

আজ সন্ধ্যায় ঢাকা ক্লাবে  বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) চারটি মোবাইল অপারেটর (গ্রামীণফোন, বাংলালিংক, রবি এবং টেলিটকের) হাতে ফোরজির লাইসেন্স তুলে দেয়।  ফোর জি লাইসেন্স হাতে পাওয়ার পর পরই গ্রামীণফোন, রবি এবং বাংলালিংক দেশে ফোরজি নেটওয়ার্ক চালু করে।

লাইসেন্স হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার , বিটিআরসি চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ, ও ডাক, টেলিযোগাযোগ সচিব শ্যাম সুন্দর শিকদার।

বিটিআরসির চেয়ারমন্যান শাহাজান মাহমুদ বলেন, গহ ছয় মাসের অক্লান্ত পরিশ্রমের পর দেশে একটি অত্যাধুনিক নেটওয়ার্ক ফোর জি চালু হলো। আমরা আশা করছি টেলিকম অপারটেরগুলো সারাদেশে তাদের নেটওয়ার্ক বিস্তারিত করবে।

সচিব শ্যাম সুন্দর শিকদার বলেন, ফোরজিতে বাংলাদেশের দেরি হলো কেন? এ প্রশ্নের উত্তর না খুঁজে আমরা ফোরজিতে মনোনিবেশ করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন ছিল ফোরজি চালু করবেন। তিনি তা বাস্তবায়ন করে দেখালেন।

আজ লাইসেন্স পাওয়ার পর শুরুতে গ্রামীণফোন ঢাকার কিছু অংশে ফোরজি চালু করে। অন্যদিকে বাংলালিংক ঢাকাসহ চট্টগ্রাম, খুলনা এবং সিলেটে একযোগে ফোরজি চালু করে। এছাড়াও রবি ঢাকায় ফোরজি নেটওয়ার্ক চালুর ঘোষণা দিয়েছে। যদিও সরকার সংস্থা টেলিটক ফোরজির লাইসেন্স পেলেও ফোরজি চালুর ঘোষণা দেয়নি।

Share This:

*

*