জনপ্রিয় স্মার্টফোন হিসেবে পরিচিত হয়েছে স্যামসাং গ্যালাক্সি জে২

বাংলাদেশের মানুষের কাছে বিগত ৩ বছর ধরে সবচেয়ে জনপ্রিয় স্মার্টফোন হিসেবে পরিচিত হয়েছে স্যামসাং গ্যালাক্সি জে২। ২০১৫ সালের অক্টোবর মাসে উন্মোচিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত জে২ বাংলাদেশের ক্রেতাদের নিকট সর্বাধিক প্রশংসিত একটি স্মার্টফোন। স্যামসাং বাংলাদেশ জানিয়েছে, ২০১৫ সালের নভেম্বর থেকে ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত স্যামসাং গ্যলাক্সি জে২ এর ২০১৫ সংস্করণটি প্রায় ১০ লাখ ইউনিট আমদানি করা হয়েছে,যা বাংলাদেশের স্মার্টফোন ইন্ডাস্ট্রির ইতিহাসে সবচেয়ে বেশী।

৩ বছরের এই সাফল্যকে ধরে রাখতে খুব শীঘ্রই স্যামসাং তাদের গ্যালাক্সি জে২ এর নতুন সংস্করণ, জে২ ফোর-জি নিয়ে আসছে। নতুন গ্যালাক্সি জে২ ফোর-জি স্মার্টফোনে থাকবেসুপার অ্যামোলেড ডিসপ্লে, আলট্রা পাওয়ার সেভিং মোড এবং এফ২.২ ক্যামেরা অ্যাপারচার। স্যামসাং বাংলাদেশ আশা করছে, সীমিত বাজেটের স্যামসাং জে২ ফোর-জি গ্রাহকদের ফোর-জি’র সকল সুবিধা এবং বেস্ট মাল্টিমিডিয়াএক্সপেরিয়েন্স দিতে সফল হবে।

Share This:

*

*