গেমিং এক্সেসরিস বাজারে নতুন মাত্রা যোগ করতে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড বাজারে নিয়ে এসেছে গোল্ডেন ফিল্ড এর নতুন এলুমিনিয়াম গেমিং কেসিং। ৫৩০০ মডেলেরএলুমিনিয়াম গেমিং কেসটি ১৪০ এমএম/৩৬০ এমএম ওয়াটার কুলিং সিস্টেম সাপোর্টেড। এতে রয়েছে ১* ইউএসবি ৩.০ এবং ২* ইউএসবি ২.০, ৪ এমএম ডাবল সাইড উইন্ডোস টেমর্পাড গ্লাস ও ২ এমএমএরোমেটালপ্যানেল।
আরও রয়েছে ফুলটাওয়ার সাপোর্টেড এটিএক্স আইটিএক্স মাদারবোর্ড, সর্বোচ্চ ৩৬০ এমএম গ্রাফিক্স কার্ড, ১৮০এমএম হাইসাপোর্ট সিপিইউকুলার, ২*৩.৫ এইচডিডি ও ২* ২.৫ এসএসডিসাপোর্ট এবং এইচ ৫৫৮* ডি২৬১* ডাব্লিউ৫৩১ এমএমডাইমেনশন। এছাড়াও ওয়াটার কুলার ছাড়া এই কেসিংটিতে ৪০০ এমএম পর্যন্ত গ্রাফিক্স কার্ড সাপোর্ট করবে। সুদৃশ্য, আধুনিক প্রযুক্তি সম্পন্নএবং স্টাইলিস এই কেসিংটির দাম ১৮,০০০ টাকা। বিস্তারিত ০১৯৭৭৪৭৬৪০৪, ০১৯৬৯৬৩৩৩২৩২ নম্বরে।