হুয়াওয়ের সাথে রবি ও এয়ারটেলের ধামাকা অফার

হুওয়াওয়ে’র থ্রিজি ও ফোরজি স্মার্টফোন এবং ট্যাব’র সাথে রবি ও এয়ারটেল দিচ্ছে ধামাকা ডেটা অফার।

হুয়াওয়ে ব্র্যান্ডের ওয়াই থ্রি টু (থ্রি জি) মডেলের স্মার্টফোন’র দাম ৬ হাজার ৯৯০ টাকা, ওয়াই থ্রি ২০১৭ (থ্রিজি) মডেলের দাম ৭ হাজার ৯৯০ টাকা, ওয়াই ফাইভ টু (ফোরজি) মডেলের দাম ৮ হাজার ৯৯০ টাকা, ওয়াই ফাইভ ২০১৭ (থ্রিজি) মডেলের দাম ১০ হাজার ৪৯০ টাকা, ওয়াই ফাইভ ২০১৭ (ফোরজি) মডেলের দাম দাম ১১ হাজার ৯৯০ টাকা, ট্যাব টিওয়ান’র দাম ১০ হাজার ২৫০ টাকা এবং ট্যাব টিথ্রি’র দাম ১০ হাজার ৩৯০ টাকা।

প্রত্যেকটি আকর্ষণীয় ফিচার সম্বলিত ডিভাইসগুলোর সাথে গ্রাহকরা প্রতি মাসে ৪জিবি করে ফ্রি ডেটা উপভোগ করতে পারবেন (তিন মাসে ১২জিবি)। ফোর জিবি ডেটা’র মধ্যে ২জিবি যে কোন কাজে এবং বাকি ২জিবি ডেটা দিয়ে আইফ্লিক্স, ম্যাসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ভাইবার ও ইমো ব্যবহার করতে পারবেন গ্রাহকরা।

ফোর জিবি ডেটা প্রতি মাসের প্রথম ১৫ দিনে ব্যবহার করতে হবে। ফোর জি ডিভাইসের অফার কেনার সময় গ্রাহকদের বিনামূল্যে ফোরজি সিম কুপন প্রদান করা হবে যাতে দেশে ফোর জি সেবা চালু হওয়ার সাথে সাথে গ্রাহকরা তা উপভোগ করতে পারেন। বিস্তারিত জানতে গ্www.robi.com.bd

Share This:

*

*