অপো কমিউনিকেশন ইক্যুইপমেন্ট বাংলাদেশ লিমিটেড, এ বছরের ২ ডিসেম্বর থেকে অপো এফ৫ ৬জিবি রেড ভার্সনের প্রি-বুকিং অর্ডার নেওয়া শুরু করে। অপো যে পরিমাণ হ্যান্ডসেট বাংলাদেশে নিয়ে আসার পরিকল্পনা করেছিল, প্রি-বুকিং-এ সে সংখ্যা এরই মধ্যে ছাড়িয়ে গেছে। গত ৮ ডিসেম্বর থেকে প্রি-বুক করা হ্যান্ডসেটগুলো গ্রাহকের হাতে তুলে দেওয়া হচ্ছে। অপো এফ৫ ৬জিবি রেড ভার্সনের দাম ৩২,৯৯০ টাকা । এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান হয়।
অপো বাংলাদেশ-এর ম্যানেজিং ডিরেক্টর ড্যামন ইয়ং বলেন, আমাদের নতুন সেলফি এক্সপার্ট এফ৫ ৬জিবি রেড ভার্সনের জন্য গ্রাহকদের যুগান্তকারী সাড়া দেখে আমরা অত্যন্ত আনন্দিত। স্টাইলিশ আউটলুক ও দ্রুততর কার্যক্ষমতার সাথে অপো এফ৫ ৬জিবি রেড ভার্সন আমাদের গ্রাহকদের সেরা অভিজ্ঞতা দিবে।
লাল রঙের সাথে ৬জিবি র্যাম এবং ৬৪জিবি রম-এর অপো এফ৫ ৬জিবি’র আছে অনেক বেশি স্টোরেজ ক্ষমতা ও উন্নত প্রসেসর। অপো এফ৫ ৬জিবি’র অসাধারণ বিউটি টেকনোলোজি সেলফিকে আরও সুন্দর করে তুলবে। আর্টিফিসিয়্যাল ইন্টেলিজেন্স বিউটি টেকনোলোজি একটি গ্লোবাল ডাটাবেজ-এর উপর ভিত্তি করে মুখের আকার ও গঠন চিহ্নিত করে এবং একটি চেহারার গঠন ও আকার অন্যটি থেকে সহজেই আলাদা করতে পারে। সেলফিকে প্রাণবন্ত করে তুলতে আর্টিফিসিয়্যাল ইন্টেলিজেন্স–এর ব্যবহার বিষয়ে প্রফেশনাল ফটোগ্রাফার ও মেক-আপ আর্টিস্টদের পরামর্শ নেওয়া হয়। অপো এফ৫ ৬জিবি’তে আছে ৬.০ ইঞ্চি ফুল এইচডি ও ফুল-স্ক্রিন এবং ১৮.৯ আসপেক্ট রেশিও ডিসপ্লে, যা ব্যবহারকারীকে ফোনের ডিসপ্লে সাইজ বাড়ানো ছাড়াই বেশকিছু ভিজুয়্যাল সুবিধা উপভোগ করার সুযোগ দিচ্ছে। মধ্যম মানের ফোনগুলোর মধ্যে এরকম ডিসপ্লে’র ফোন এটিই প্রথম।