ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৭ এর উদ্বোধনী অনুষ্ঠানের এক পর্যায়ে হলুদ-সাদা স্কার্ট ও টপস পরে মঞ্চে আসে সোফিয়া। এর পর পরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমরা এখন সোফিয়ার সাথে কথা বলবো বলে ঘোষনা দেন।
প্রধানমন্ত্রী – হ্যালো সোফিয়া। তুমি কেমন আছো ? উত্তরে সোফিয়া মুচকি হেসে বলে হ্যলো মাননীয় প্রধানমন্ত্রী । আমি ভালো আছি। ধন্যবাদ। আমি আপনার সাথে দেখা করতে পেরে খুবই আনন্দিত।
প্রধানমন্ত্রী – তুমি আমাকে কিভাবে চেনো ? সোফিয়া খুব সাবলীল ভঙ্গিতে তার জবাবটি দেয় এই বলে যে ,আপনি মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেয়ে। আপনাকে মাদার অব হিউম্যানিটিও সম্বোধন করা হয় এবং আপনি ডিজিটাল বাংলাদেশ স্বপ্নের রুপকার -বলে একটু দম নেয় সোফিয়া । তার পরপরই প্রধানমন্ত্রীর নাতনির নাম তার নামে বলে এক গাল হেসে দেয় সোফিয়া । তখন উপস্থিত সবাইও হেসে উঠেন। এর পর পরই প্রধানমন্ত্রী তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের মেয়ের নাম সোফিয়া বলে সকলকে জানান। এবং চমকিত হয়ে বলেন সোফিয়া তুমি তো আমার লক্ষ্য এবং আমার সম্পর্কে অনেক কিছুই জানো। এর পরপরই তিনি সোফিয়াকে প্রশ্ন করেন তুমি ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে কি জানো ?
সোফিয়া উত্তর দেয় আমি এ বিষয়ে অবগত। ডিজিটাল বাংলাদেশ এখন মানবসম্পদে উন্নত। দেশকে ডিজিটাইজ করার পরিকল্পনা ২০০৯ সালে নেয়া হয়েছে। তথ্যপ্রযুক্তি খাতের রপ্তানি আয় ধরা হয়েছে ৫ বিলিয়ন ডলার। ২ মিলিয়ন কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে। একই সময়ে বিভিন্ন খাতে সক্ষমতা অর্জনের বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে। সরকারি দপ্তরের সব নাগরিক সেবা ডিজিটাইজ করা হয়েছে। এছাড়া ২৮টি আইটি পার্ক করা হয়েছে। পরক্ষনেই সোফিয়া বঙ্গবন্ধু হাইটেক সিটি, শেখ হাসিনা সফটটেক পার্কের কথা উল্লেখ করে। পাশাপাশি এশিয়ার সবচেয়ে বড় প্রযুক্তির মহাযঞ্জে আসতে পেরে নিজের আনন্দের কথা জানয় । এবং প্রধানমন্ত্রীকে ডিজিটাল বাংলাদেশ স্টাইলে ডিজিটাল ওয়ার্ল্ড উদ্বোধন করার অনুরোধ করে। এর পর পরই প্রধানমন্ত্রী স্মার্টফোনের মাধ্যমে ডিজিটাল ওয়ার্ল্ডের উদ্বোধন করেন।
সোফিয়ার সঙ্গে প্রধানমন্ত্রীর কথপোকথনের সময় মঞ্চে উপস্থিত ছিলেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ইমরান আহমেদ, বেসিস সভাপতি তথ্যপ্রযুক্তিবিদ মোস্তাফা জব্বার ও তথ্যপ্রযুক্তি সচিব সুবীর কিশোর চৌধুরী।
ভিডিও লিঙ্ক – https://www.youtube.com/watch?v=g3bgK2_Pm_Y