কেয়ার বাংলাদেশ ও টেলিনর হেলথের মধ্যে চুক্তি স্বাক্ষর

সম্প্রতি কেয়ার বাংলাদেশ ও টেলিনর হেলথের মধ্যে এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। টেলিনর হেলথের ফ্ল্যাগশিপ পণ্য টনিক ব্যবহার করে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে উচ্চ মানসম্পন্ন স্বাস্থ্যসেবা এবং এ বিষয়ক সঠিক তথ্য পাওয়ার সুযোগের উন্নয়ন ঘটাতে এ দু’টি প্রতিষ্ঠান অংশীদারিত্ব করেছে। টনিকের সেবার মধ্যে থাকছে ডিজিটাল মাধ্যমে যোগাযোগ এবং স্বাস্থ্যবিমা। কেয়ার ও টেলিনর হেলথ প্রতিষ্ঠান দু’টি একসাথে ভবিষ্যতে চুক্তিতে উল্লেখিত বিষয় ছাড়াও কি নিয়ে কাজ করতে পারে সেটা নিয়ে চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে আলোচনা করা হয়। চুক্তিতে টেলিনর হেলথের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির চিফ কমার্শিয়াল অফিসার ম্যাথিউ গিলফোর্ড এবং কেয়ারের পক্ষে স্বাক্ষর করেন কেয়ার আইএনসি’র কান্ট্রি ডিরেক্টর জিয়া চৌধুরী। এছাড়াও, অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টেলিনর হেলথের হেড অব ইকোসিস্টেম অ্যান্ড বিজনেজ ডেভলপমেন্ট ড. শারমিন জাহান এবং হেলথ অব কেয়ার আইএনসি’র প্রোগ্রাম ডিরেক্টর ড. জাহাঙ্গীর হোসেন।

Share This:

*

*