শার্পের ডিজিটাল হোয়াইট বোর্ড

বাংলাদেশের বাজারে শার্প অফিস অটোমেশনের একমাত্র পরিবেশক তথ্য প্রযু্ক্তি ও পণ্য ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড বাজারে নিয়ে এলো বিশ্বখ্যাত ব্র্যান্ড শার্পের বহুল পরিচিত পণ্য ইন্টার‌্যাক্টিভ হোয়াইট বোর্ড (আই ডাব্লিউ বি)। পিএন ৭০এসসি৫ মডেলের এই ৭০ ইঞ্চি বোর্ডটি প্রযুক্তিগত দিক থেকে সবচেয়ে এগিয়ে।

এতে রয়েছে ১৯২৯ x ১০৮০ রেজুল্যাশন , ৪০০০:১ কনট্রাক্ট রেশিও এবং ১০ ওয়াটের বিল্ট ইন স্পীকারসহ টাচ পেন। এতে ব্যবহার হয়েছে অত্যাধুনিক সব সফটওয়্যার  যা এই পণ্যটিকে আরও সমৃদ্ধ করেছে ফলে এটি সর্বত্র ব্যবহার যোগ্য।

স্কুল , কলেজ, ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ এবং সর্বোপরি অফিসের বোর্ড রুমকে আরও স্মার্ট ও প্রেজেন্টেবল করার ক্ষেত্রে শার্প পিএন৭০এসসি৫ মডেলের হোয়াইট বোর্ডের কোন বিকল্প নেই। বিস্তারিত  : ০১৯৬৯৬৩৩০৮১

Share This:

*

*