স্যামসাং বাংলাদেশদেশের ডিজিটাল নেটওয়ার্ক কোম্পানী রবি’র সাথে একটি আকর্ষণীয় বান্ডেল অফার ঘোষণা করেছে। গ্রাহকরা স্যামসাং এর জে২ এবং জে৭ সিরিজের ৪জিস্মার্টফোন কিনে অফারটি উপভোগ করতে পারবেন। অফারে থাকছে ১৮০ মিনিট টকটাইম এবং হোয়াটস অ্যাপ, ফেসবুক, মেসেঞ্জার, ভাইবার ও ইমো ব্যবহারের জন্য ১৮ জিবি পর্যন্ত ইন্টারনেট। গ্রাহকরা স্যামসাং গ্যালাক্সি জে১ নেক্সট প্রাইম, জে২ ২০১৫, জে২ প্রাইম, জে২ প্রো কিনে ১২ জিবি ডাটা প্যাক এবংজে৭ ২০১৫, জে৭ ২০১৬, জে৭প্রাইম, জে৭ম্যাক্স, জে৭প্রো, জে৭নেক্সটকিনে১৮জিবি ডাটা প্যাকউপভোগকরতেপারবেন। অফারটি ৩ মাস উপভোগ করা যাবে। এছাড়াও জে৭ সিরিজের নির্দিষ্ট যে কোনো একটি কিনলেই সাথে পাবেন একটি ফোন ওয়ালেট এবং একটি উইন্টার জ্যাকেট।
গ্রাহকরা এখন থেকে স্যামসাং জে১ নেক্সট প্রাইম ৬,৯৯০ টাকায়, জে২ ২০১৫ ৮,৯৯০ টাকায়, জে২ প্রাইম ১১,৪৯০ টাকায়, জে২ প্রো ১২,৯৯০ টাকায়, অন৭ প্রো ১৪,৯৯০, জে৭ ২০১৫ ১৪,৯৯০ টাকায়, জে৭ নেক্সট ১৭,৯০০ টাকায়, জে৭ ২০১৬ ১৮,৯০০ টাকায়, জে৭ প্রাইম ২১,৯০০ টাকায়, জে৭ ম্যাক্স ২৪,৯০০ টাকায় এবং জে৭ প্রো ২৯,৯০০টাকায় কিনতে পারবেন। স্যামসাং-এর নির্ধারিত সকল শো-রুম এবং রবি স্টোর থেকে এই অফার উপভোগ করা যাবে।
আকর্ষণীয় এই অফার সম্পর্কে স্যামসাং মোবাইল বাংলাদেশ-এর হেড অব মোবাইল মোঃ মূয়ীদুর রহমান বলেন, “৪জি সমর্থিত স্মার্ট ডিভাইসে গ্রাহকদের বাড়তি চাহিদা পূরণে স্যামসাং নিরন্তর কাজ করে যাচ্ছে। দেশের ডিজিটাল নেটওয়ার্ক কোম্পানী রবি’র সাথে আমরা ডাটা, ভয়েস-মিনিট ও কন্টেন্টের এই চমৎকার অফারটি নিয়ে এসেছি। আমাদের মূল্যবান গ্রাহকরাতাদের ৪জি সমর্থিত স্যামসাং ফোনে আকর্ষণীয় এই বান্ডেল অফারটিতে সোশ্যাল মিডিয়া ব্যবহারের বাড়তি চাহিদা পূরণ করতে পারবেন বলে আমাদের বিশ্বাস।
অফার সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন- http://mygalaxy.fdl.com.bd/samsung-robi-offer.html