বিক্রয়-এর সাথে আরএফএল অটো ও দুরন্ত বাইসাইকেল সমঝোতা

অনলাইন মার্কেটপ্লেস বিক্রয় ডট কম, কমার্শিয়াল অটোমোবাইল ,আরএফএল অটোস ও দুরন্ত-এর সাথে চুক্তি স্বাক্ষর করেছে। আজ রাজধানীর ডেইলি স্টার সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিক্রয় ডট কম-এর ক্যাটাগরি ম্যানেজমেন্ট-এর সিনিয়র ম্যানেজার ইসা আবরার আহমেদ এবং আরএফএল অটোস ও দুরন্ত বাইসাইকেল-এর ব্র্যান্ড ম্যানেজার রাকিবুল আহসান ও পিয়াল হাসান, আরএফএল গ্রুপের হেড অব মিডিয়া মো. আজিম হোসাইন এবং ডিজিটাল মিডিয়া ম্যানেজার খালেকুজ্জামান রিগ্যান ।

এই চুক্তির মাধ্যমে বিক্রয় ডট কম-এর গ্রাহকরা এখন থেকে আরএফএল ফটন-এর বিভিন্ন বাণিজ্যিক যানবাহন এবং দুরন্ত-এর চমৎকার সব বাইসাইকেল বিক্রয় ডট কম-এর মাধ্যমে উপভোগ করতে পারবেন, সাথে থাকছে বিক্রয়-এর পক্ষ থেকে আকর্ষণীয় সব ডিল ও অফার।

 এ বিষয়ে বিক্রয় ডট কম-এর ক্যাটাগরি ম্যানেজমেন্ট-এর সিনিয়র ম্যানেজার ইসা আবরার আহমেদ বলেন, বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা ও ক্রয় সংক্রান্ত তথ্য প্রদানের মাধ্যমে আগ্রহী ক্রেতাদের সরবরাহ করে বিক্রয় ডট কম কার এবং যানবাহন ইন্ডাস্ট্রির গতি বাড়াতে সহায়তা করে থাকে। এছাড়াও অধিক ক্রেতাকে সম্পৃক্ত করার মাধ্যমে আমরা এই ইন্ডাস্ট্রিকে সহযোগিতা করেছি। আরএফএল এবং দুরন্ত-এর সাথে আমাদের এই অংশীদারিত্বের মাধ্যমে সব সহযোগী স্টেকহোল্ডারবৃন্দ উপকৃত হবেন।

আরএফএল অটোস এবং দুরন্ত বাইসাইকেল-এর পক্ষ থেকে মো. আজিম হোসাইন বলেন, আরএফএল বিভিন্ন রেঞ্জের মানসম্পন্ন পণ্য প্রমোট করে, যা সবার ক্রয় ক্ষমতার মধ্যেই থাকে। আমাদের লক্ষ্য মানসম্পন্ন পণ্য নিশ্চিত করা, যা গ্রাহকদেরকে সন্তুষ্ট করে। বিক্রয় একটি যথার্থ প্লাটফর্ম যেখানে আমরা ব্যক্তি ও ব্যবসায় পর্যায়ে সেবা দিতে পারবো। বিক্রয়-এর মাধ্যমে আমরা ইতোমধ্যেই বেশ সাড়া পেতে শুরু করেছি। তাই একটি দৃঢ় আত্মবিশ্বাসের সাথে আরএফএল অটো এবং দুরন্ত বাইসাইকেল বিক্রয় ডট কম-এর সাথে চুক্তিবদ্ধ হচ্ছে। আশা করি, বিক্রয় আমাদের ব্যবসা সম্প্রসারণ করতে সহযোগিতা করবে।

Share This:

*

*