বিক্রয় ডট কম এ মাইঅর্গানিক বিডি ডট কম এর পণ্য

myorganicbd.com ও bikroy.com এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুয়ায়ী bikroy.com থেকে এখন থেকে myorganicbd.com এর সকল পণ্য পাওয়া যাবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেনে উভয় পক্ষের কর্মকর্তা বৃন্দ। অনুষ্ঠানে জানানো হয়  myorganicbd.comপরিবারের পক্ষ থেকে কিছু সুন্দর মুহূর্ত শেয়ার করা হল আপনাদের সাথে।এখন থেকে বিষাক্ত খাবার ও পণ্যের বিষয়ে সচেতনতা সহ আমরা আরও এগিয়ে যাব। আমারা কমপক্ষে নিরাপদ খাবার প্রথমে নিশ্চিত করি।তারপর সেমি অরগানিক ও আরও একধাপ এগিয়ে পরিপূর্ণ অরগানিক পণ্য নিশ্চিত করার চেষ্টা করি। আমারা আশা করি আমাদের এর মহান উদ্যোগে আপানারা সবাই আমাদের পাশে থাকবেন। কারন এত কঠিন একটা কাজ কখনই একক ভাবে করা সম্ভব নয় । আমারা আপনাদের সাথে এগিয়ে  যেতে চাই ও সুন্দর জীবনের জন্য নিরাপদ খাবার নিশ্চিত করতে চাই। সব শেষে  আমরা আপনাদের সেরাটাই দিতে চাই।

Share This:

*

*