মেলায় গ্লোবাল ব্র্যান্ড

চলছে বাংলাদেশ আইসিটি এক্সপো ২০১৭।  তিন দিন ব্যাপী এই মেলায় গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের প্যাভিলিয়নে থাকছে আসুস, লেনেভো,  হান্টকি, এডাটা, গোল্ডেন ফিল্ড, রাপু, পাওযার গার্ড, আসুস কম্পোনেন্ট, গ্লোবাল গেমিং, শার্প প্রজেক্টর এবং ব্রাদার প্রিন্টার। এছাড়াও পান্ডা সিকিউরিটি এবং সিপি প্লাস এর প্যাভেলিয়নও থাকছে এই মেলায়।

Share This:

*

*