আইসিটি মেলায় আইলাইফ ল্যাপটপে ছাড় ও উপহার

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আগামী ১৮ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে ‘বাংলাদেশ আইসিটি এক্সপো ২০১৭’।  তিন দিন ব্যাপী এই মেলায় অংশ নিচ্ছে আমেরিকান ব্রান্ড আই লাইফের বাংলাদেশের এক মাত্র পরিবেশক সুরভী এন্টারপ্রাইজ। মেলার ৩৭ নং স্টলে এই ব্র্যান্ডের সকল ল্যাপটপ প্রদর্শন করা হবে । মেলা উপলক্ষ্যে আইলাইফ ল্যাপটপে শিক্ষার্থীদের জন্য থাকবে আকর্ষণীয় মুল্য ছাড়। পাশাপাশি থাকবে নিশ্চিত উপহার। স্ট‹ুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের যে কোনো শিক্ষার্থী তাদের পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে এ ছাড় ও উপহার নিতে পারবে।  উপহার হিসাবে স্মার্ট ওয়াচ, পলো শার্ট, টি শার্ট, ল্যাপটপ ব্যাগ ও কলম থাকবে।  মেলায় থাকবে আই লাইফের সর্বাধিক বিক্রিত ১৪ ইঞ্চি পর্দার ল্যাপটপ জেড এয়ার। দাম ১৬ হাজার ৪৯৯ টাকা। এছাড়াও ২৯ হাজার ৯৯০ টাকায় পাওয়া যাবে নতুন অল ইন ওয়ান ফুল টাচ পিসি। আইলাইফের প্রতিটি ল্যাপটপে রয়েছে ইনটেল প্রসেসর ও জেনুইন উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম এবং ১ বছরের ওয়ারেন্টি। আই লাইফের সকল পণ্য রাইয়ান্স কম্পিউটার‘স, স্টার টেক, কম্পিউটার ভিলেজ, টেক ভিউ, বেসিক টেকনোলজি, টেকনো পেলেস সহ দেশ জুড়ে অনুমোদিত শো রুমে পাওয়া যাবে।

এছাড়া অনলাইন শপ Pickaboo.com , Daraz.com, Bagdoom.com এ পাওয়া যায়। আইলাইফের পণ্য ইতিমধ্যে ক্রেতা দের আস্থা অর্জন এর পাশাপাশি বাংলাদেশ এ ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।
বিস্তারিত জানতে ভিজিট করুন

https://www.facebook.com/ilifebangladesh1/

যোগাযোগঃ ০১৮৪৭০৫২০৭৯,  ০১৮৪৭০৫২০৭৪, ০১৮৪৭০৫২০৮৩

Share This:

*

*