ফুল ভিশন ডিসপ্লের স্মার্টফোন সিম্ফনি জেড১০

ফুল ভিশন ডিসপ্লে বর্তমান সময়ের স্মার্টফোনের সবচেয়ে জনপ্রিয় এক প্রযুক্তি। তাই স্মার্টফোন নির্মাতারা ঝুঁকছেন ফুল ভিশন ডিসপ্লের দিকে । যদিও খুব বেশী কোম্পানী এখনো এই ধরণের স্মার্টফোন বাজারে আনেনি। দেশীয় স্মার্টফোন ব্র্যান্ড সিম্ফনি মোবাইল দেশের বাজারে প্রথম ফুল ভিশন ডিসপ্লে এর একটি স্মার্টফোন সিম্ফনি জেড১০ উদ্বোধন করেছে। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিম্ফনি মোবাইলের সিনিয়র ডিরেক্টর জনাব মাকসুদূর রহমান, ডিরেক্টর অব মার্কেটিং আশরাফুল হক, ডেপুটি ডিরেক্টর, সেলস, ইরফানুল হক এবং রবির পক্ষ থেকে, ভাইস প্রেসিডেন্ট, ডিভাইস এন্ড ডাটা বিজনেস, কেভিন হেনরী।

অ্যান্ড্রুয়েড ন্যুগাট ৭.১.২ চালিত অপারেটিং সিস্টেম এর সিম্ফনি জেড১০ এর সবথেকে বড় আকর্ষণ এর ফুল ভিশন ডিসপ্লে এর ডিজাইন।   ৫.৭ ইঞ্চি ডিসপ্লে এবং এরই উপর আছে ২.৫ডি কার্ভড ডিসপ্লে প্যানেল । এর স্ক্রীণ টু বডি রেশিও ৮৩% । রয়েছে অন স্ক্রীণ নেভিগেশন বাটন ।
সিম্ফনি জেড১০ এ ব্যাবহা হয়েছে স্ন্যাপ ড্রাগন ৪২৫ কোয়াড কোর ১.৪ গিগাহার্জ প্রসেসর, ৩ জিবি র্যাম এবং ৩২ জিবি ইন্টার্নাল স্টোরেজ। যা কিনা ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।

সিম্ফনি জেড১০ রয়েছে ১৩ মেগাপিক্সেল রঅটো ফোকাস ব্যাক ক্যামেরা এবং ১৬ মেগাপিক্সেল অটোফোকাস ফ্রন্ট ক্যামেরা। ক্যামেরা তে অন্যান্য ফিচার হিসেবে আছে টাইম ল্যাপস, অটো এইচডিআর, ফেস বিউটি, অটো পোর্টরেট, অটো সিন ডিটেকশন, অটো নাইট মোড, সুপার পিক্সেল সহ সিন ফ্রেম সহ আরো অনেক ফিচার।
থার্ড জেনারেশন এর ফিংগারপ্রিন্ট দেওয়া হয়েছে এই স্মার্টফোনটিতে। ফিংগার প্রিন্ট ফোন আনলক হবে চোখের পলকে। তাছাড়া ফিংগারপ্রিন্ট সেন্সর দিয়ে ছবি তোলা যাবে।ফোনটিতে আরো আছে 4G সুবিধা।

এছাড়াও জি-সেন্সর, এ্যাক্সিলারেটোমিটার, প্রক্সিমিটি সেন্সর, লাইট সেন্সর নামে আরো কিছু সেন্সরও থাকছে এই স্মার্টফোনটিতে। আজ থেকে সিম্ফনির সব আউটলেট এবং রবি ও এয়ারটেল এর সকল কাস্টমার সেন্টার এ Symphony Z10 গ্রে এবং ব্ল্যাক কালারে পাওয়া যাচ্ছে মাত্র ১৫,৯৯০ টাকায় এর সাথে আরো আছে ১৩০০ টাকার ফ্রী রবি বান্ডেল অফার।

Share This:

*

*