বাংলাদেশে বাজার সম্প্রসারনে প্রযুক্তি প্রতিষ্ঠান এসারের রয়েছে নতুন কর্ম পরিকল্পনা। নতুন বিনিয়োগ ও অংশীদার সম্পর্ক উন্নয়নে গতকাল ঢাকার ওয়েস্টিন হোটেলে আয়োজন করা হয় এসার-বাংলাদেশ চ্যানেল পার্টনার মিট প্রোগ্রামের। এতে উপস্থিত ছিলেন এসারের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক ও এসার ভারত প্রধান হারিশ কোহলি, এসার বাংলাদেশের সেলস কনসালটেন্ট এস এম সাকিব হাসান ও স্মার্ট টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম, বিক্রয় পরিচালক এস এম মহিবুল হাসান ও মহা ব্যবস্থাপক, বিক্রয় ও বিপনণ মুজাহিদ আল বেরুনী সুজন।
হারিশ কোহলি বলেন, আমরা এশিয়া প্যাসিফিক অঞ্চলের অন্যতম বাজার হিসেবে বাংলাদেশকে প্রাধ্যান্য দিচ্ছি। এখানে তথ্য যোগাযোগ প্রযুক্তি শিল্প খুবই গতিশীল ও ক্রমবর্ধমান। বাংলাদেশের সাথে এসারের পণ্যগুলো খুবই মানানসই। তিনি আরো বলেন, বিশ্বের সর্বশেষ প্রযুক্তির নতুন পণ্যের পরিচয় করিয়ে দিতে এসার বদ্ধ পরিকর।
জহিরুল ইসলাম বলেন, আমরা এসারের একটি ল্যাপটপও মুনাফা ছাড়া বিক্রি করবো না। পাশাপাশি তিনি গ্রাহক সেবা তিন কর্মদিবসে করার কথাও উল্লেখ করেন এবং এসার ল্যাপটপ যেন ল্যাপটপ প্রেমীদের কাছে একটি আদর্শ ল্যাপটিপে পরিণত হয় সেই দিকে সব ব্যবসায়ীদের নজর দেওয়ার জন্য বিশেষ অনুরোধ করেন।
এছাড়াও অনুষ্ঠানে জানানো হয় সবচেয়ে দামী এবং সবচেযে পাতলা ল্যাপটপটি এখন পর্যন্ত এসারের দখলে। এসারের এসপয়ার, সুইফট, স্পিন এবং সুইস সিরিজের ল্যাপটপগুলোর প্রযু্ক্তিগত নানান দিক তুলে ধরা হয়। নতুন এই ল্যাপটপগুলোতে অনন্য কিছু উদ্বাধন রয়েছে যা ব্যবহারকারীকে এনে দিবে এক দারুন অবিজ্ঞতা। গেমিং, ভার্চুয়াল রিয়েলিটি, আইওটি, এবং ক্লাউড কম্পিউটিং এর সম্বনয় এই ল্যাপটপগুলো বাংলাদেশের বাজারে নেতৃত্ব দিতে সহায়তা করবে।