অপো এবং রবির যৌথ অফার

সেল ফোন ব্র্যান্ড অপো এবং  মোবাইল অপারেটর রবি যৌথভাবে গ্রাহকদের জন্য নিয়ে এসেছে দারুণ ডাটা বান্ডেল অফার। এই অফারে রবি অথবা এয়ারটেলের গ্রাহকরা অপোর স্মার্টফোন কিনে উপভোগ করতে পারবেন ১৫ দিন মেয়াদে ৩ জিবি ফ্রি ইন্টারনেট ডাটা। গ্রাহকরা অপো এ৩৭, এ৫৭, এফ১ এস (নিউ) এবং এফ ১এস (রেগুলার) স্মার্টফোনগুলো কিনে এই অফার উপভোগ করতে পারবেন।

অপো এ৩৭, এ৫৭, এফ১ এস (নিউ) এবং এফ ১এস (রেগুলার) স্মার্টফোন দাম যথাক্রমে ১৩,৫০০ টাকা, ২০,৫০০ টাকা, ২৩,৯০০ টাকা এবং ২০,৯০০ টাকা। এছাড়াও এই অফার পেতে রবি অথবা এয়ারটেল গ্রাহকরা *১২৩*৪৪৫# ডায়াল করে মাত্র ১৮২.৬৩ টাকায় উপভোগ করতে পারবেন ২ জিবি ইন্টারনেট ডাটা যার সাথে গ্রাহকরা পাবেন আরও ২ জিবি ফ্রী ডাটা।

অপো কমিউনিকেশন ইকুইপমেন্ট বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর ড্যামন ইয়াং বলেন, “আমরা সম্মানিত গ্রাহকদের জন্য দ্রুত গতির ইন্টারনেটের সাথে আমাদের সেরা মানের স্মার্টফোন ব্যবহার করে সবচেয়ে সেরা অভিজ্ঞতা দিতেই এই ক্যাম্পেইনটি নিয়ে এসেছি। আমরা আশা করি, এই সহযোগিতা ভবিষ্যতে অসাধারণ সাফল্য বয়ে আনবে”।

অপো এ৩৭ স্মার্টফোনে রয়েছে ৫ ইঞ্চি ডিসপ্লে, ১২৮ গিগাবাইট মেমোরি, ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এর ব্যাটরি ২৬৩০ এমএএইচ। অপো এ৫৭ স্মার্টফোনে রয়েছে ৫.২ ইঞ্চি ডিসপ্লে, ২৫৬ গিগাবাইট মেমোরি, ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং ২৯০০ এমএএইচ ব্যাটারি। অপো এফ১এস (নতুন) স্মার্টফোনে রয়েছে ৫.৫ ইঞ্চি ডিসপ্লে, ১২৮ গিগাবাইট মেমোরি, ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং ৩০৭৫ এমএএইচ ব্যাটারি। অপো এফ১এস (রেগুলার) স্মার্টফোনে রয়েছে ৫.৫ ইঞ্চি ডিসপ্লে, ১২৮ গিগাবাইট মেমোরি, ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং ৩০৭৫ এমএএইচ ব্যাটারি।

Share This:

*

*