মার্কেটপ্লেস বিক্রয় ডট কম এবং রূপসা ট্রেডিং কর্পোরেশন (জংশেন/হুন্দাই মোটরসাইকেল)-এর মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর ফলে, গ্রাহকরা এখন জংশেন এবং হুন্দাই-এর সকল লেটেস্ট মডেলের মোটরসাইকেল বিক্রয় ডট কমের মাধ্যমে ঘরে বসেই ক্রয় করতে পারবেন।
আজ সোমবার রাজধানীর বিক্রয় ডট কম-এর কার্যালয়ে বিক্রয় ও রূপসা ট্রেডিং কর্পোরেশন-এর মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। বিক্রয়-এর হেড অব ক্যাটাগরি ম্যানেজমেন্ট ইসা আবরার আহমেদ এবং রূপসা ট্রেডিং কর্পোরেশন-এর ম্যানেজিং ডিরেক্টর কাউসার আহমেদ এই সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন। এই চুক্তির মাধ্যমে রূপসা ট্রেডিং কর্পোরেশন বিক্রয়-এর সাথে আগামী দুই বছর কাজ করবে। গ্রাহকরা বিক্রয় ডট কমে ২০১৭ -এর ১৯টি নতুন মডেলের জংশেন এবং হুন্দাই-এর মোটরসাইকেল পাবেন।