আগের সব ঝক্কি ঝামেলা পেরিয়ে বাজার মাতাবে স্যামসাং গ্যালাক্সি নোট ৮, এমনটাই বিশ্বাস স্মার্টফোন প্রেমীদের। ইনফিনিটি ডিসপ্লে আরও নতুন নতুন সব সুবিধা নিয়ে নোট ৮ সবার হাতে হাতেই থাকবে বলে আশা করছেন স্যামসাং কর্তৃপক্ষ। দেখে নেওয়া যাক কি রয়েছে স্যামসাং গ্যালাক্সি নোট ৮ এ।
ইনফিনিটি ডিসপ্লে-
গ্যালাক্সি নোট ৮ হ্যান্ডসেটটি এখন পর্যন্ত তৈরি হওয়া বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় এবং সুন্দর হ্যান্ডসেট। এতে থাকছে ইনফিনিটি ডিসপ্লে, যার ফলে ব্যাবহারকারীরা পাবে সবচেয়ে সেরা ভিউইং এক্সপেরিয়েন্স। কাস্টমাররা হ্যান্ডসেটটিতে ১৮.৫:৯ রেশিওতে ভিডিও ও অন্যান্য কন্টেন্ট উপভোগ করতে পারবেন। এর রাউন্ডেড কর্নার এবং কার্ভড ডিসপ্লে থাকার কারনে সেটটির রয়েছে এক অসাধারণ প্রিমিয়াম লুক এবং আরামদায়ক গ্রিপের সুবিধা। কর্তৃপক্ষের ভাষ্য মতে গরিলা গ্লাস ৫, প্রিমিয়াম মেটালের সমন্বয়ে তৈরি গ্যালাক্সি নোট ৮ এখন পর্যন্ত তৈরি হওয়া বিশ্বের সবচেয়ে প্রিমিয়াম হ্যান্ডসেট।
এস পেন-
এস পেন হ্যান্ডসেট ব্যাবহারকারীদের হ্যান্ডসেট ব্যাবহারের এতদিনের অভিজ্ঞতাই পাল্টে দিবে। এর সাহায্যে অফ স্ক্রিনে ১০০ পেইজ পর্যন্ত মেমো লিখতে পারবেন। এমনকি বৃষ্টিতে ভিজে ভিজে সে নোট লিখতে পারবে কারন হ্যান্ডসেটের পাশাপাশি এস পেনও আইপি৬৮ দ্বারা সুরক্ষিত। আরও থাকছে ম্যাগ্নিফাই, ট্রান্সলেটর, অ্যাপ পেয়ার, লাইভ ম্যাসেজ, স্মার্ট সিলেক্ট, স্ক্রিন রাইটের মত চমৎকার কিছু ফিচার। লাইভ মেসেজ ফিচারের মাধ্যমে পাঠাতে পারবেন প্রিয়জনকে অ্যানিমেটেড মেসেজ যাতে থাকবে আপনার পারসোনাল টাচ।
এক্সসাইটিং ক্যামেরা-
নোট ৮ হচ্ছে স্যামসাং মোবাইলের তৈরি সর্বপ্রথম ডিভাইস যাতে ব্যাবহার করা হয়েছে ডুয়াল ক্যামেরা। এমনকি এটি বিশ্বের সর্বপ্রথম হ্যান্ডসেট যার ক্যামেরার দুটি লেন্সেই Optical Image Stabilization (OIS) ব্যাবহার করা হয়েছে। যা ব্যাবহারকারীকে চলন্ত অবস্থায় দূরে কিংবা কাছে স্থির এবং চমৎকার ছবি তুলে দিবে। আরও আছে Live Focus with 2X Optical Zoom যা আপনাকে দিবে Bokeh ইফেক্ট এবং Dual Capture মোডে ছবি তোলার মত চমৎকার অভিজ্ঞতা। Dual Capture মোডে একটি ক্লিকে একজন ব্যাবহারকারী একইসাথে পোট্রেট এবং ওয়াইড অ্যাঙ্গেল এই দুটি ভাবে ছবি তুলতে পারবেন।
পারফর্মেন্স এবং সিকিউরিটি-
এতে ব্যাবহৃত হয়েছে ১০এনএম সাইজের ২.৩ গিগাহার্জের অ্যাডাপটিভ প্রসেসর যা ব্যাবহারকারীকে দিবে পৃথিবীর অন্য যেকোন ফোন থেকে সবচেয়ে সেরা পারফর্মেন্স। থাকছে ৬ জিবি র্যাম এবং ৬৪ জিবির বিশাল স্টোরেজ যা কিনা ২৫৬ জিবি পর্যন্ত এক্সপ্যান্ড করা যাবে। সেটটিতে আরও ব্যাবহৃত হয়েছে এ পর্যন্ত মোবাইলের জন্য আবিষ্কৃত সর্বোচ্চ সুরক্ষা ব্যাবস্থা আইরিস স্ক্যানার। এর সাহায্যে একজন ব্যাবহারকারী চোখের আইরিস দিয়ে ফোন লক করে রাখতে পারবেন এমনকি প্রয়োজনীয় ফাইল, ফোল্ডার, ছবি সহ সবকিছুই। এছাড়াও Samsung নিয়ে এসেছে তার নিজস্ব ইন্টেলিজেন্স সিস্টেম “Bixby” । Bixby হচ্ছে এমন একটি মাধ্যম যার সাহায্যে একজন ব্যাবহারকারী তার নিজস্ব ভয়েস কমান্ডের মাধ্যমে তার ফোনকে চালাতে পারবেন।
ফোন প্লাস-
একজন কাস্টমার হ্যান্ডসেটটি প্রি-অর্ডার করলেই পাবেন Samsung এর নিজস্ব অরিজিনাল এক্সেসরিস “Fast Wireless Charger”। যার মাধ্যমে ব্যাবহারকারী তার ফোনটিকে অনেক দ্রুত ওয়্যারলেসলি চার্জ করতে পারবেন। কাস্টমার হ্যান্ডসেটটির সাথেই পাচ্ছেন AKG এর নিজস্ব টিউন করা হাই কোয়ালিটির হেডসেট।