এইচপি’র মাল্টিফাংশন কপিয়ার বাজারে

স্মার্ট টেকনোলজিস (বিডি) লিঃ বাজারে নিয়ে এসেছে এইচপি ব্রান্ডের এম৪৩৬এন মডেলের মাল্টিফাংশনাল কপিয়ার। ২৩ পিপিএম স্পীডের এই কপিয়ারটির অপটিক্যাল রেজ্যুলুশন ৬০০*৬০০ ডিপিআই।  এই কপিয়ার দিয়ে মাসিক ৫০,০০০ পৃষ্ঠা পর্যন্ত প্রিন্ট কিংবা কপি করা যায়। কপিয়ারটি দিয়ে প্রিন্ট, কপি এবং রঙ্গিন স্ক্যান করা যায়। ১ বছরের বিক্রয়োত্তর সেবাসহ মূল্য ৬৫০০০ টাকা। বিস্তারিতঃ ০১৭৩০৩১৭৭০৯।

Share This:

*

*