ভ্রমণকে আরও সহজ করতে নানা সুবিধা দেওয়ার লক্ষ্যে কাজ করছে অনলাইন হোটেল বুকিং প্ল্যাটফর্ম জোভাগো। ঈদের ছুটিতে অনেকেই বিভিন্ন জায়গায় বেড়াতে যান। ঈদের সময়ে তাই ভ্রমণকে আরও সহজ করতে সুবিধা দিচ্ছে জোভাগো। ঈদের সময় যাতে সহজে অনলাইনে বুকিং দিতে পারেন এজন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা করেছে জোভাগো কর্তৃপক্ষ। কক্সবাজার,বান্দরবান, সিলেট,গাজীপুরসহ দেশের বিভিন্ন এলাকার হোটেলগুলোতে সাত থেকে ৪৫ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে।
সারাদেশে জোভাগো প্ল্যাটফর্ম(www.Jovago.net) ব্যবহার করে হোটেল বুকিং দেওয়া যাবে। জোভাগো ওয়েবসাইট ও অ্যাপ ব্যবহার করেও অনলাইনে হোটেল বুকিং দেওয়া যাবে। জোভাগোর কান্ট্রি ম্যানেজার মেহরাজ মুয়ীদ বলেন, ঈদের ছুটিতে অনেকেই ভ্রমণে যান। তাঁদের জন্য বিশেষ আয়োজন করা হয়েছে। তাদের জন্য অনলাইন হোটেল বুকিংয়ে ছাড় দিচ্ছে জোভাগো। জোভাগো অ্যাপটির মাধ্যমে ঘরে বসে হোটেল বুকিং করা যাবে। অ্যাপটির ‘হোটেলস নিয়ার মি’ শীর্ষক ফিচারের মাধ্যমে হোটেল , রিসোর্ট কিংবা গেস্টহাউস বুক করা যাবে। পাশাপাশি হোটেল বুকিংয়ের সময় জোভাগোর কোনো অফার থাকলে সেটিও পাওয়া যাবে। এ ছাড়া ওয়েবেও নানা সুবিধা থাকছে।
মেহরাজ বলেন, দেশের বিভিন্ন হোটেলের সঙ্গে জোভাগোর বিশেষ চুক্তি রয়েছে। যাঁরা অনলাইনে হোটেল বুকিং করতে চান তাঁদের জোভাগো ছাড়ের এ ব্যবস্থা করছে। এতে একদিনে ডিজিটাল সেবা ব্যবহারকারী বাড়ছে তেমনি ভ্রমণকারীরাও ছাড় পেয়ে উপকৃত হচ্ছেন।