মেলায় স্মার্টফোন কিনতে ভিড়

সকাল থেকেই দর্শনার্থীদের পদচারনায় মুখরিত হয়ে উঠেছে ঢাকার আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত টেকশহর ডটকম স্মার্টফোন এন্ড ট্যাব এক্সপো। আজ মেলায় ঘুরতে এসেছেন নারায়নগঞ্জের রাজীব। তিনি মুলত মেলায় এসেছেন একটি স্মার্টফোন কেনার জন্য এবং মেলা ঘুরে সিদ্ধান্ত ও নিয়ে ফেলেছেন শাওমী সেলফোন কেনার। তার ভাষ্যমতে ইয়াংদের মধ্যে শাওমি ক্রেজ বিরাজ করছে। তাই তিনি শাওমি ব্র্যান্ডের এম আই ৬ সেলফোনটি কিনে নিবেন।  মেলার প্রথম দিনে দেশীয় বাজারে উন্মুক্ত করা হয় নতুন এই সেলফোনটি। ১২ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামরার এই সেটটিতে রয়েছে অ্যাডরিনো জিপিইউ, স্নাপ ড্রাগন  সিপিইউ। ৬ জিবি র্যামের এই সেটটির স্টোরজ ৬৪ জিবি। মেলা উপলক্ষে  নতুন এই সেটটিতে দেওয়া হচ্ছে ৫০০ টাকার নগত মুল্য ছাড়। আর পাশাপাশি উপহার হিসেবে থাকছে টিশার্ট , ওয়াটার বোতল ও পাওয়ার ব্যাংক। এছাড়াও মি মিক্স সেটটিতে নগত ৬ হাজার টাকা ছাড় রয়েছে মেলা উপলক্ষে। মেলা উপলক্ষে সিম্ফনির যেকোনো হ্যান্ডসেটে থাকছে ৫ শতাংশ ছাড়। এছাড়া হ্যালিও এস ২৫, এস ২০ এবং এস ১০ এর সাথে পাওয়া যাবে ব্যাকপ্যাক এবং হ্যালিও এস ২ মডেলের হ্যান্ডসেটটির সঙ্গে মিলবে টি-শার্ট এবং চাবির রিং। সিম্ফনি জেড৮ এর সঙ্গে পাওয়ার ব্যাংক, জেড৯-এ ব্যাকপ্যাক এবং সিম্ফনি পি৯-এর সঙ্গে একটি ব্লুটুথ স্পিকার পাওয়া যাবে। সিম্ফনির অন্যান্য হ্যান্ডসেটসেট মডেলে পাওয়া যাবে টি-শার্ট এবং মগ। এছাড়াও মেলায় সিম্ফনির সেলফিবাজ নামে একটি প্রতিযোগিতা চলছে। যেখানে উপহার হিসেবে মিলবে স্মার্টফোন।
উই মোবাইল মেলায় এনেছে এক্স থ্রি মডেলের নতুন হ্যান্ডসেট। সেটটিতে রয়েছে নগত মুল্য ছাড়। এছাড়াও তাদের সবচেয়ে আকষর্ণীয় যে অফারটি মেলায় রয়েছে সেটি হলো একটি সেট কিনলে আরেকটি ফ্রি। যে কেহ উইয়েরে নির্ধাতি ৩ টি মডেলের যে কোন একটি  স্মার্টফোন কিনলেই আরেকটি স্মার্টফোন ফ্রি পাচ্ছেন।
চীনের অ্যাপলখ্যাত  শাওমির ফ্লাগশিপ ফোন এমআই ৬-এর দেখা মিলবে মেলায়। উপহার হিসেবে হ্যান্ডসেটটির সঙ্গে থাকবে টি-শার্ট, ওয়াটার পট ও ৫ হাজার মিলি আম্পিয়ারের পাওয়ার ব্যাংক।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা প্রদর্শন করা যাবে। প্রবেশমূল্য ২০ টাকা। মেলা চলবে ৫ আগস্ট পযর্ন্ত। এছাড়াও টেকশহর ডটকমের অ্যাপ ডাউনলোড করে মেলায় বিনামুল্যে প্রবেশ করা যাবে। তিনদিনের মেলার পর্দা নামবে শনিবার।

Share This:

*

*