অপো বাংলাদেশ, টেকশহর ডট কম স্মার্টফোন ও ট্যাব এক্সপো ২০১৭ তে গ্রাহক এবং দর্শনার্থীদের জন্য নিয়ে এল গিফট অফার এবং এক্সপেরিয়েন্স জোন। তিন অগাস্ট ২০১৭ থেকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হওয়া টেকশহর ডট কম ট্যাব ও স্মার্টফোন এক্সপো চলবে ৫ অগাস্ট পর্যন্ত। এই আয়োজনটি দেশের স্মার্টফোন এবং ট্যাবের সবচেয়ে বৃহৎ আয়োজন।
এটি গ্রাহক এবং ঘুরতে আসা দর্শনার্থীদের জন্য নতুন প্রজুক্তির স্মার্টফোনগুলো দেখার ও কেনার সুযোগ করে দেয়। এই আয়োজনটি উৎযাপন করতে অপো নিয়ে এল এফ৩, এফ৩ প্লাস এবং এ৫৭ ফোনের সাথে নিশ্চিত উপহার। এছাড়াও স্মার্টফোন ও ট্যাব এক্সপোতে ঘুরতে আসা দর্শনার্থীদের জন্য অপো প্যাভিলিয়নে প্রত্যেকদিন দুই ঘণ্টা অন্তর অন্তর থাকছে লটারী।
মেলায় ঘুরতে আসা দর্শনার্থীদের প্রফুল্ল করতে অপো প্যাভিলিয়নে থাকছে লটারীর মাদ্ধমে আকর্ষণীয় গিফট। এই অফারগুলো শুধুমাত্র এক্সপো চলাকালীন সময় পর্যন্ত প্রযোজ্য।