বৃহস্পতিবার ঢাকায় অষ্টম স্মার্টফোন ও ট্যাব মেলা

বৃহস্পতিবার থেকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে  শুরু হতে যাচ্ছে অষ্টম স্মার্টফোন ও ট্যাব মেলা। এ উপলক্ষে আজ সোমবার রাজধানীর স্থানীয় এক হোটেলে আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের। এতে মেলার বিস্তারিত তুলে ধরেন এক্সপো মেকারের কৌশলগত পরিকল্পনাকারী মুহম্মদ খান। তিনি বলেন, মেলায় প্রযুক্তিপ্রেমীরা একই ছাদের নীচে সর্বশেষ প্রযুক্তির স্মার্টফোন ও ট্যাব সম্পর্কে জানতে ও কিনতে পারবেন।  পাশাপাশি মুল্য ছাড় ও উপহারতো থাকছেই। এ সময় আরও উপস্থিত ছিলেন স্যামসাং ইলেকট্রোনিক্সের হেড অব মোবাইল মূয়ীদুর রহমান, হুয়াওয়ের পিআর ম্যানেজার সুমন সাহা, উই স্মার্ট সল্যুউশনের ব্র্যান্ডিং ও কমিউনিকেশন বিভাগের সহকারি মহাব্যবস্থাপক মুনতাসির আহমেদ, এডিসন গ্রুপের হেড অব রিটেইল ডেভেলপমেন্ট আসাদুজ্জামান, অপ্পো বাংলাদেশ কমিউনিকেশন ইকুইপমেন্ট কোম্পানি লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা ইফতেখার উদ্দিন সানী, শাওমি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা দেওয়ান কানন, র‌্যাংগস ইলেট্রোনিক্স লিমিটেডের মার্কেটিং অ্যান্ড সেলস বিভাগের মহাব্যবস্থাপক তানভীর হোসেন এবং এডাটার প্রোডাক্ট ম্যানেজার নাজিম উদ্দিন ইমন। শাওমি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা দেওয়ান কানন বলেন, লোকে শাওমিকে বলে ইয়ংদের ব্র্যান্ড। আসলেই শাওমি যে ইয়ংদের ব্র্যান্ড তারই প্রমাণ মিলবে এবারের মেলায়। মেলায় শাওমির প্রতিটি ফোনে চমৎকার সব অফার সহ আরও কয়েকটি নতুন স্মার্ট ফোন উদ্বোধন করা হবে। এর মধ্যে উল্লেখযোগ্য  সেটটি হলো শাওমি এম আই ম্যাক্স ২।

মেলায় হুয়াওয়ে সর্বশেষ প্রযুক্তির হ্যান্ডসেট প্রর্দশন ও বিক্রির পাশাপাশি মেলায় আগত দশনার্থীদের কাছে তাদের সদ্য বাজারে আসা ফোন ওয়াই সিক্স প্রাইমের নানান টেকনিক্যাল দিক তুলে ধরবে। স্যামসাং ইলেকট্রোনিক্সের হেড অব মোবাইল মূয়ীদুর রহমান বলেন, মেলায় স্যামসাং বেশ কয়েকটি নতুন ডিভাইস প্রদর্শন ও বিক্রি করবে। স্যামসাং ইনোভেশন শোকেসিংও করবে। পাশাপাশি আরও থাকবে গিয়ার ভিআর প্রদর্শনী। মেলা সকাল ১০ টায় শুরু হলেও এর আনুষ্ঠানিক উদ্বোধন হবে বিকাল চারটায়। এতে উপস্থিত থাকবেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। প্রতিবারের ন্যায় এবারও মেলা উপলক্ষে স্মার্টফোন ও ট্যাব এক্সপোর অফিসিয়াল ফেসবুক পেজে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এই প্রতিযোগিতার বিজয়ীরা স্মার্টফোন জিতে নিতে পারবেন। এছাড়াও সিম্ফনির সৌজন্যে মেলায় সেলফি প্রতিযোগিতার আয়োজন করা হবে।

মেলায় অংশ নিচ্ছে স্যামসাং, হুয়াওয়ে, সিম্ফনি, উই, অপ্পো, শাওমি, সনি র‌্যাংগস , আসুস জেনফোন, নকিয়া, লাভা, মাইক্রোম্যাক্স, লেনোভো, ডিসিএল, উইনম্যাক্স, গ্যাজেট অ্যান্ড গ্যাজেট, ডিটেল, এডাটা এবং আজকের ডিল। মেলার টাইটেল স্পন্সর টেকশহর ডটকম। প্ল্যাটিনাম স্পন্সর স্যামসাং ও হুয়াওয়ে। গোল্ড স্পন্সর সিম্ফনি ও উই। সিলভার স্পন্সর অপ্পো, শাওমি, সনি র‌্যাংগস ও এডাটা। মেলা চলবে সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত। মেলার প্রবেশমুল্য ২০ টাকা।

Share This:

*

*