বাজারে সিম্ফনি জেড ৯

দেশীয়  স্মার্টফোন ব্র্যান্ড সিম্ফনি বাজারে এনেছে ডুয়াল ব্যাক ক্যামেরার নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিম্ফনি জেড৯। ৫.৫ ইঞ্চির এইচ ডি আইপিএস ডিসপ্লের সেটটির পিপিআই হচ্ছে ৪০০। অক্টাকোর ৬৪ বিট প্রসেসরের এই সেটটিতে রয়েছে ৩ জিবি র‌্যাম এবং ৩২ জিবি স্টোরেজ। প্রায় সব ধরনের এইচডি গেম খেলার সুবিধা রযেছে নতুন এই সেটটিতে।  সিম্ফনি জেড ৯ এ রয়েছে ১৩ মেগা পিক্সেল ও ২ মেগা পিক্সেলের ডুয়াল ব্যাক ক্যামেরা। আর সেলফির জন্য রয়েছে ৮ মেগাপিক্সেলের ফন্ট্র ক্যামেরা। ব্যাক ক্যামেরার উল্ল্যেখযোগ্য ফিচার গুলো হচ্ছে নাইট মোড, সানসেট মোড, পোর্টরেইট মোড, নাইট পোর্টরেইট মোড, স্টেডি ফটো মোড, ফায়ার ওয়ার্কস মোড, স্পোর্টস মোড এবং ক্যান্ডেল লাইট মোড। আর ডুয়াল ক্যামেরার স্পেশাল ফিচার বোকেহ মোড তো থাকছেই।  সেটটিতে রয়েছে ইনটিলিজেন্ট টাচ নামের নতুন একটা ফিচার। এর সাহায্যে শুধু ফিজিক্যাল বাটন  দিয়ে back, recent এবং home button এর কাজ করা যায়। ৩০০০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারির এই স্মার্টফোনটির দাম ১৪,৯৯০ টকা। হ্যান্ডসেটটির সাথে গিফট হিসেবে থাকছে একটি আকর্ষনীয় ব্যাক প্যাক একদম ফ্রী।

 

 

 

Share This:

*

*