প্রতিমাসেই ক্রেতাদের জন্য ‘লাকি ডে’ চালু করেছে হুয়াওয়ে। যে কেহ হুয়াওয়ে ব্র্যান্ড শপগুলো থেকে যে কোনো মডেলের স্মার্টফোন ক্রয় করলেই উপহার হিসেবে পাবেন সাকিব আল হাসানের স্বাক্ষর করা টি-শার্ট। এ প্রসঙ্গে হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লি.-এর ডিভাইস সেলস ডিরেক্টর জিয়াউদ্দিন চৌধুরী বলেন, হ্যান্ডসেট ক্রয়ের ক্ষেত্রে ক্রেতাদের গুরুত্ব দিতে ‘হুয়াওয়ে লাকি ডে’ সম্পূর্ণ নতুন একটি ধারণা। আগামিতে প্রতিমাসে লাকি ডে অফার অব্যাহত রাখার ব্যাপারে হুয়াওয়ে আশাবাদী।
দেশব্যাপি প্রায় ৪০০ হুয়াওয়ে ব্র্যান্ড শপ থেকে অফারটি গ্রহণ করতে পারবেন ক্রেতারা।
হুয়াওয়ে লাকি ডে
