দেশীয় স্মার্টফোন ব্র্যান্ড সিম্ফনি মোবাইল তাঁদের ঈদি অফারের অন্যতম আকর্ষণ বিদেশ ভ্রমণ প্যাকেজ এর বিজয়ী গ্রাহকদের হাতে তুলে দিল ‘বিদেশ ভ্রমণ প্যাকেজ’। সিম্ফনি কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয়ী গ্রাহকদের হাতে তুলে দেওয়া হয় তাঁদের বিদেশ ভ্রমণ পুরস্কার। এসময় সিম্ফনির ডিরেক্টর অব মার্কেটিং আশরাফুল হক গ্রাহকদের সিম্ফনি ফোন কিনে পুরস্কার পাওয়ার জন্য অভিনন্দন জানান।
বিদেশ ভ্রমণ প্যাকেজ পাওয়ার অনুভূতি জানাতে গিয়ে গ্রাহক শামীম জানান তিনি মাত্র ১২০০ টাকা দামের একটি হ্যান্ডসেট কিনে মরিশাস যাওয়ার সুযোগ পেয়েছেন। এজন্য তিনি সিম্ফনি মোবাইল এর কর্মকর্তা কর্মচারীদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিদেশ ভ্রমণ প্যাকেজ গ্রাহকদের হাতে তুলে দেন সিম্ফনি মোবাইলের ডিরেক্টর অব মার্কেটিং, আশরাফুল হক, ডিরেক্টর, কর্পোরেট এ্যাফেয়ারস, মেজর আব্দুল মালেক মিয়াজী, পিএসসি (অবঃ), হেড অব সেলস, এম.এ হানিফ, বিজনেস ইন্টেলিজেন্স এর ডেপুটি জেনারেল ম্যানেজার, মাসুদ উল হাসান, এডিসন ইলেকট্রনিক্স এর সিনিয়র ডিরেক্টর, জাফরুল আলম খান এবং হেড অব সেলস, কাজী জহির উদ্দীন।