বাজারে লেনোভোর নেটবুক

লেনোভোর অনুমোদিত পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট নিয়ে এল উইন্ডোজ অপারেটিং সিস্টেম সমৃদ্ধ ডিটাচেবল ট্যাবলেট কাম নেটবুক। ১০ ইঞ্চির এই ট্যাবলেট পিসি মিক্স লেনোভো ৩১০ এর বৈশিষ্ট্য হল এটি প্রয়োজনে কি-বোর্ড থেকে ডিসপ্লে আলাদা করা যায়, যার ফলে এটি ট্যাবলেট এবং নেটবুক দুই ভাবেই প্রয়োজন অনুয়ায়ী ব্যবহারকরা যায়। এতে আছেএইচডি (১২৮০ী৪০০পিক্সেল) ডিসপ্লে, ২ জিবি ডিডিআরথ্রিএল র‌্যাম, ৬৪ জিবি ইন্টারনাল মেমোরি। এই ল্যাপটপটিতে আরও আছে, ১০ পয়েন্ট মাল্টি টাচ ডিসপ্লে, ১০ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ, ডক কি-বোর্ড এবং জি সেন্সর এবং হল সেন্সর। আধুনিক এই ট্যাবলেটির চমক হল ৫ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল ফন্ট ক্যামেরা। লেনোভোর এই ট্যাব কাম নোটবুকটির প্যাড ওজনে ১.২পাউন্ড (.৫৮ কেজি) এবংকী বোর্ড ডক ওজনে১.১৫ পাউন্ড (.৫২ কেজি)। বর্তমানে একটি রঙেই পাওয়া যাচ্ছে এটি।

১ বছরের ইন্টার ন্যাশনাল ওয়ারেন্টি সহ এই ল্যাপটপটি পাওয়া যাচ্ছে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের সকল শো-রুমে এবং নির্ধারিত ডিলার আউটলেট। দাম ২৫০০০ টাকা ।বিস্তারিত: ০১৯৬৯৬৩৩১৫৩।

Share This:

*

*