শত ভাগ নিরাপত্তায় অ্যান্টি ভাইরাস পান্ডা সিকিউরিটি

যে কোন ধরনের ম্যালওয়্যার এবং অনলাইন হুমকির বিরুদ্ধে রিয়েল টাইম সুরক্ষা দিচ্ছে ক্লাউড প্রযুক্তির অ্যান্টি ভাইরাস পান্ডা সিকিউরিটি।পান্ডা অ্যান্টি ভাইরাসে আছে শক্তিশালী অ্যান্টি-ম্যালওয়্যার ইঞ্জিন যাতে ব্যবহার করা হয়েছে কালেক্টিভ ইন্টিলিজেন্স, লোকাল সিগনেচার, হিউরিস্ইটিক টেকনোলজিস্, বিহেভিরিয়াল এনালাইসিস এবং এ্যন্টি-এক্সপ্লয়েট টেকনোলজি সহ বিভিন্ন ভাইরাস সনাক্তকরণ কৌশল, যা যে কোন ধরনের শক্তিশালী ম্যালওয়্যার এবং অনলাইন হুমকির বিরুদ্ধে সক্রিয় ভাবে কাজ করে এবং কম্পিউটারকে স্লো নাকরে শত ভাগ ভাইরাস ডিটেকশনের মাধ্যমে কম্পিউটারকে নিরাপত্তা প্রদান করে এবং সম্পূর্ণ ভাইরাস মুক্ত রাখে। শিডিউল স্ক্যান এবং অন-ডিমান্ড স্ক্যান সুবিধার মাধ্যমে সিস্টেমকে সম্পূর্ণ স্ক্যান, ক্রিটিকাল এরিয়া স্ক্যান এবং কাস্টম স্ক্যান করাযায়।

ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা, যশোর, রংপুর, বগুড়া, কক্সবাজার, ফেনী ও নোয়াখালী সহ বাংলাদেশের সকল জেলার যে কোন কম্পিউটার মার্কেটে পাওয়া যাচ্ছে পান্ডা অ্যান্টি ভাইরাস।পান্ডা সিকিউরিটির একমাএ পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড। বিস্তারিত ০১৯৭৭৪৭৬৫৪১

Share This:

*

*